Aha Ami Lyrics by Jisan Khan Shuvo
Aha Ami Song Is Sung by Jisan Khan Shuvo. Starring: Ariana Zaman And Ovi Pramanik. Music Composed by Amzad Hossain And Aha Ami Kemon Ami Lyrics In Bengali Written by Jisan Khan Shuvo.
Song: Aha Ami
Vocal, Tune & Lyrics: Jisan Khan Shuvo
Music: Amzad Hossain
Video Director: Saiful Islam Roman
Label: Dhruba Music Station
Aha Ami Song Lyrics In Bengali
একটা দুইটা তারা গুইনাতারা গোনা শেষ,
তুমি প্রিয় আছো কোথায়
কোথায় তুমি বেশ।
একটা দুইটা জোছনা দেইখ্যা
জোছনা দেখা শেষ,
অমাবস্যায় ঘিরানিলো
আমায় অবশেষ।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম,
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
একটা দুইটা কথা শুইন্যা
কথা শোনা শেষ,
বাকি কথা বুকে জমাট
মেটে নাই তো রেশ।
একটা দুইটা হা পা ফেইল্যা
পথ চলা শেষ,
বাকি পথে তুই নাই সাথে
হইলি নিরুদ্দেশ।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম,
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
একটা দুইটা ছন্দ বুইন্যা
ছন্দ বোনা শেষ,
আমার ছন্দ আমি ছাড়া আহা
কারে দিয়া যাস।
একটা দুইটা হা রাত জাগিয়া
রাত জাগা শেষ,
অগণিত রাত গুনে যাই
যদি দেখা দেশ।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম,
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
আহা আমি..