Amar Tumi Nai Lyrics by Shiekh Sadi And Sultan
Amar Tumi Nai Song Is Sung by Shiekh Sadi And Sultan. Song Lyrics In Bengali Written by Shiekh Sadi. Music Arranged by Alvee Al Berunee.
Song: Amar Tumi Nai
Singer : Shiekh Sadi & Sultan
Lyrics & Tune : Shiekh Sadi
Music Arrangement : Alvee Al Berunee
Mix & Mastered : Alvee Studios
Directed By : Sohel Raaz
DOP : A M Rizu
Edit & Color : Rejaul Raju
A D : Maruf Hasan, Sk Shawon Ahmed
& Bishal Ahmed
Factory : Teamwork
Amar Tumi Nai Song Lyrics In Bengali
আমার মাঝে যা ছিল আমারইতার মাঝে ছিলে সবচেয়ে দামি,
অনুভূতি কিছু নাই বাকি
মুছে গেছে সবটা দিয়ে ফাঁকি।
তুমি নাই, তুমি নাই
আমার তুমি নাই,
তুমি নাই, তুমি নাই
আমার তুমি নাই।
আবেগে আবেগে আমি পুড়ে হবো ছাই
ভালোবাসা সব সিখাইলো
ভুলতে সেখায় নাই,
মাঝে মাঝে লাগে আমি খুব নিরুপায়
প্রেমবিষ পান করেছি নাই যে উপায়।
তুমি নাই, তুমি নাই
আমার তুমি নাই..
আমার ভাঙ্গা ঘরে বসত কোরে
করবি কি আর বল?
চিলেকোঠার ঘর বেঁধেছে
তোর নতুন জন।
তোর থেকে ভিন্ন হলাম চিরতরে
ফের দেখা চাইনা কোনো কারণে,
ডুবিলো তরী আমার ভিজিলো আঁখি
কষ্ট হবে সাথী আমার যতদিন বাকি।
আমার ভাঙ্গা ঘরে বসত করে
করবি কি আর বল?
চিলেকোঠার ঘর বেঁধেছে
তোর নতুন জন।