Aaj Tor Biye Lyrics by Keshab Dey
Aaj Tor Biye Broaken Hearts Sad Song Is Sung by Keshab Dey. Music Composed by Famous Singer F A Sumon And Song Lyrics In Bengali Written by Ibrahim Khalil Ibu.
Song: Aaj Tor Biye
Singer: Keshab Dey
Music: F A Sumon
Lyrics: Ibrahim Khalil Ibu
Programing, Mixed & Master: F A Sumon
Directed By: Antor Hasan
D.O.P: Shampad
Edit: Mimo
Label: F A Sumon Official
Promotion & Distribution: Team KD
Aaj Tor Biye Song Lyrics In Bengali
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়েসন্ধ্যায় সাজবে আকাশ আজ তোর বিয়ে,
ও.. বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধ্যায় সাজবে আকাশ আজ তোর বিয়ে,
দিনরাত আসমান ছিলোতো একদা বর্নিল
আল্পনা জুড়ে এঁকেছি সাগর সেচা নীল,
এমন কেন মনে হয়
কাঁদতে চাইছে হৃদয়,
তুই ছাড়া ভালো আমি থাকবো না রে।
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে।।
মনকে বোঝাই তুইতো পর
কবে আপন ছিলি,
পাশে থাকার অভিনয়ে
এমন দুঃখ দিলি।
এক জিবনে তোরই মত
দেয়নি কেউ এত ক্ষত,
এক জিবনে তোরই মত
দেয়নি কেউ এত ক্ষত,
খুব গোপনে পুষি ..
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধ্যায় সাজবে আকাশ আজ তোর বিয়ে।।
আকাশ বাতাস স্বাক্ষী রাখি
পাবিনা কভু ক্ষমা,
তোর কারনে মনের কনে
সহস্র কষ্ট জমা।
মনের গাছে হাজার পাতা
পাতায় পাতায় তোরই কথা,
মনের গাছে হাজার পাতা
পাতায় পাতায় তোরই কথা,
দেখতিস যদি পড়ে ..
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধ্যায় সাজবে আকাশ আজ তোর বিয়ে,
দিনরাত আসমান ছিলোতো একদা বর্নিল
আল্পনা জুড়ে এঁকেছি সাগর সেচা নীল,
এমন কেন মনে হয়
কাঁদতে চাইছে হৃদয়,
তুই ছাড়া ভালো আমি থাকবো না রে।
বদলে যাচ্ছে চারিপাশ ধূসর রঙ নিয়ে
সন্ধায় সাজবে আকাশ আজ তোর বিয়ে।।
0 comments: