Fire Ay Na Lyrics | ফিরে আয় না লিরিক্স | Tuhin | Eemce Mihad

Fire Ay Na Lyrics by Tuhin

Fire Ay Na Song Is Sung by Tuhin Bengali Song. Music Composed by Eemce Mihad. Phire Aay Na Tui Chara Bhalo Thaka Jaay Na Lyrics In Bengali Written by Abdul Kader Tuhin.

Song: Fire Ay Na
Singer: Abdul Kader Tuhin
Lyrics & Tune: Abdul Kader Tuhin
Music Composer: Eemce Mihad
Video Edite by: Shakhawat Firoz Irfan 



Fire Ay Na Song Lyrics In Bengali

সে সব বোঝে তবু দেখে না
লুকিয়ে থাকে আড়ালে,
তারে দেখেও চেনা যায় না
ধূসর স্বপ্নে সে এলে।

আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না,
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না।

ফিরে আয় না, ফিরে আয় না
তুই ছাড়া ভাল থাকা যায় না,
তোর বায়না, সব বায়না
সব ভুলে ফিরে চলে আয় না।।

আমি যত চাই ভুলতে তারে
তবুও ভোলা যায় না,
এখন তো কোনো ভোরবেলায়
কেউ এসে দেখা দেয় না।

আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না,
আমি অবেলায় খুঁজে বেড়াই
তবুও দেখা পাই না।

ফিরে আয় না, ফিরে আয় না
তুই ছাড়া ভাল থাকা যায় না,
তোর বায়না, সব বায়না
সব ভুলে ফিরে চলে আয় না।।

ফিরে আয় না লিরিক্স - তুহিন

Previous Post Next Post