Prem Jeno Purno Holo Lyrics | প্রেম যেন পূর্ণ হল লিরিক্স | Rupak Tiary

Prem Jeno Purno Holo Lyrics by Rupak Tiary And Trishna

Prem Jeno Purno Holo Song Is Sung by Rupak Tiary And Trishna Sharma. Starring: Nilayana Dutta, Suvamoy Sarkar, Tias, Mayanka, Jhuma Dutta, Apapbrita, Souvik, Sudipta, Shinjit. This Saraswati Puja Special Bengali Romantic Love Song Lyrics Written by Amita Karmoker.

Song: Prem Jeno Purno Holo
Singer: Rupak Tiary & Trishna Sharma
Lyricist: Amita Karmoker
Composer: Rupak Tiary
Flute: Swarajit Ratul Guha
Programming, Mix & Master: Rupak Tiary
Direction & Post Production: Aditya Paul
Cinematographers: Aditya Paul & Souvik Dalal

Prem Jeno Purno Holo Song Lyrics In Bengali

তোর কী যে মন খোঁজে
বলনা আমায়?
তোর চোখে চোখ রেখে
সন্ধ্যে নামায়,
তোর চেনা হাসিতে
আমি হারাই,
চল চেনা ওই পথে
আজ পা বাড়াই।

ঘুম ঘুম দুচোখে
তোকেই মন ছুঁয়ে যায়,
আধো আলোয় ইচ্ছেরা শুধু
উড়তে চায়।

প্রেম যেন পূর্ণ হল
যেন সত্যি হল,
তোর ওই ছোঁয়াতে কী যে মায়া।
প্রেম যেন পূর্ণ হলো
যেন সত্যি হলো
তোর অবাক চোখের ইশারায়।।

চল সাজাই কোন রূপকথা
তোরই সাথে,
তোর হাসি এই প্রাণ মেখে
চাই হারাতে,
তোকে ভেবে মন হারালো
কোন সে ক্ষণে,
আমি হারাবো তাই ডুবেছি
তোরই মনে।

ঘুম ঘুম দু'চোখে
তোকেই মন ছুঁয়ে যায়,
আধো আলোয় ইচ্ছেরা শুধু
উড়তে চায়।

প্রেম যেন পূর্ণ হল
যেন সত্যি হল,
তোর ঐ ছোঁয়াতে কী যে মায়া।
প্রেম যেন পূর্ণ হলো
যেন সত্যি হলো
তোর অবাক চোখের ইশারায়।।

প্রেম যেন পূর্ণ হল লিরিক্স - রূপক তিয়ারী ও তৃষ্ণা

Previous Post Next Post