Aay Na Phire Aay Lyrics by Abir Biswas
Aay Na Phire Aay Song Is Sung by Abir Biswas Featuring: Susmita Bhowmik. Music Composed by And Aay Na Fire Aay Lyrics In Bengali Written by Abir-Sourav.
Song: Aay Na Phire Aay
Singer: Abir Biswas
Music & Lyrics: Abir-Sourav
Programming, Mix and Master: Abir Biswas
DOP: Akash Bagchi
Edit and Color: Abir Biswas
Produced by: Abir Biswas

Aay Na Phire Aay Song Lyrics In Bengali
কত ব্যেথা দিলি রে তুই আমার এ বুকে
কেন রে বল ফেললি আমায় এমন অসুখে,
মনে পড়ে আজও আমার তোর হাসি মুখ
ব্যথা দিয়ে এই হৃদয়ে তুই কি পেলি সুখ।
যদি জানতি রে তুই কত
তোকে আমি ভালোবাসি
তবে করতি না এ মিথ্যে অভিনয় ..
আর পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়,
আমি পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়।।
বেসেছিলাম ভালো তোকে নিজের চেয়েও বেশি
কেন রে বল করলি আমায় সবার কাছে দোষী ?
হো.. বেসেছিলাম ভালো তোকে নিজের চেয়েও বেশি
কেন রে বল করলি আমায় সবার কাছে দোষী ?
তবু হাসির মাঝে লুকিয়ে আছে বুকের যন্ত্রণারা
ভাবতে পারিনা আজও কিছুই তোকে ছাড়া।
জানি ভুলবিনা তুই আমায়
আমি ভুলবোনা আর তোকে,
কেন মিথ্যে হলো প্রেমের পরিণয় ?
আর পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়,
আমি পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়।।
আয় না ফিরে আয় লিরিক্স - আবির বিশ্বাস
Tags:
Bangla Songs Lyrics