Ayna Lyrics By Tanveer Evan
Presenting Ayna Song Lyrics, Sung by Tanveer Evan and Lyrics penned by Asif Sohan.While the music is composed by Piran khan. Tanveer Evan is known for his previous song Oviman and Ovijog.
SONG CREDITS
Song: Ayna
Singer: Tanveer Evan
Lyrics: Asif Sohan
Composer: Piran Khan
Label: Tanveer Evan (Pvt. Release)
Release Date: Mar 16, 2021
Ayna Lyrics In Bangla
বিষাদের দুপুরগড়িয়ে সন্ধ্যা নেমেছে,
চাঁদ নামেনি এখনো
প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।
ইচ্ছে ও স্বপ্ন মিশে গেছে আঁধারে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে।
অহেতুক তুমি ছুটেছো,
মিঠি স্বস্তি খুঁজেছো।
তোমার আমার ব্যবধান,
এখনো সর্বোচ্চ।
আয়নায় চেয়ে দেখো,
চোখ কি বলে,
ঠোটে হাসি নেই তোমার
আমি আজ নেই বলে।
বিষাদের দুপুর
গড়িয়ে সন্ধ্যা নেমেছে,
চাঁদ নামেনি এখনো
প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।
ইচ্ছে স্বপ্ন, মিশে গেছে আঁধারে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে।
বদলে দিয়েছে পুরোটা আমাকে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে।
চাইলে তুমি পারতে,
একটু আস্থা রাখতে,
আমি ঠিকিই
সব গুছিয়ে নিতাম।
তুমি বিশ্বাস রাখো নি,
চলে গেছো সুখের মোহে,
আমার কান্না পায়ে মাড়িয়ে।
হারিয়ে... হারিয়ে,
গেছো ঐ সুদূরে,
হারিয়ে... হারিয়ে,
গেছো কোন সুদূরে?
অহেতুক তুমি ছুটেছো,
মিঠি স্বস্তি খুঁজেছো।
তোমার আমার ব্যবধান,
এখনো সর্বোচ্চ।
আয়নায় চেয়ে দেখো
চোখ কি বলে,
ঠোটে হাসি নেই তোমার
আমি আজ নেই বলে।
বিষাদের দুপুর
গড়িয়ে সন্ধ্যা নেমেছে।
চাঁদ নামে নি এখনো,
প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।
ইচ্ছে স্বপ্ন মিশে গেছে আঁধারে,
তোমার চলে যাওয়া,
বদলে দিয়েছে আমাকে,
আমাকে...
আয়না লিরিক্স - তানভীর ইভান
