Obhimani Prem Lyrics | অভিমানী প্রেম লিরিক্স | Habib Wahid

Obhimani Prem Lyrics by T K Tareq x Habib Wahid

Obhimani Prem Song is Sung by T K Tareq And Music Composed by Habib Wahid. Ovimani Prem Lyrics In Bengali Written by Mostafizur Rahman Irfan.

Song: Obhimani Prem
Singer: T K Tareq
Tune & Music: Habib Wahid
Lyrics: Mostafizur Rahman Irfan
Guitar: Rayhan Islam Shuvro

Obhimani Prem Song Lyrics In Bengali

যদি কখনো আকাশ কাঁদে বৃষ্টি হয়ে
ভেবোনা তুমি এই আমার
জমাট অভিমানী।
যদি কখনো ফুলে ফুলে
ভ্রমর আসে ফিরে ফিরে,
ভেবোনা তুমি এই আমার
নীরব পিছুটান।

শীতের সকালে কুয়াশা ভেজায়
তোমার উঠোন,
দু'পা ফেলে সোনা বন্ধুয়ারে।
এ আর কিছু নয়
এই আমার শুভ্র প্রেমের আহ্বান,
বদলে যাওয়া ভালোবাসার অভিধান।

ভুল যত সংশয় মিথ্যে করেই অভিনয়
আবার ফিরে আসা কি যায় না?
একবার ফিরে দেখো
প্রথম প্রেমের মতো,
আবার শুরু হোক আবেগি প্রণয়।

কথা দিলাম,
এই প্রেম কভু যাবো না ভুলে,
আসলে আসুক, বিষাদী প্রলয়।
গানে গানে আজ তাই
জানিয়ে দিলাম এ আর কিছু নয়,
এই আমার শুভ প্রেমের আহ্বান।

অভিমানী প্রেম লিরিক্স - হাবিব ওয়াহিদ ও তারিক

Previous Post Next Post