Dusshopno Lyrics by Odd Signature
Dusshopno Song Is Sung by Moontasir Rakib from Odd Signature. Song Lyrics In Bengali Written by Moontasir Rakib. Song Mixed, Mastered and Recorded by Iftekhar Khan Ika.
Song Info:
Song: Dusshopno
Vocal, Lyrics & Tune: Moontasir Rakib
Composition: Odd Signature
Second & Back vocal: Ahasan Tanvir Pial
Keyboard: Arnam Amitab
Guitar: Ektedar Sakin
Guitar: Ahasan Tanvir Pial
Drums: Akib Ahmed
Bass: Tahmid Rayan

Dusshopno Song Lyrics In Bengali
আমাদের সব স্বপ্নের রঙ
দেখো আলোয় মিশে বেড়ায়,
স্বপ্নের আকাশে, কালো মেঘে
সেই সূর্য হারায়।
একি কোনো দুঃস্বপ্ন,
আমি চিন্তায় চিন্তায় মরি
নাকি ফেলে যাওয়া সেই স্মৃতি।
আমার কি, এখনো
বাজে স্বপ্নের অভ্যাস টা যাবেনা,
কভু কি, এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা।
আমার কি, কখনো
বাজে স্বপ্নের অভ্যাস টা যাবেনা,
কভু কি, এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা।।
আমাদের সেই রঙিন ছবি
আজও হাসছে তবে আমি দেখি,
কেউ নেই পাশে গল্প শুনে
হাত ধরে চোখ মোছার আমার।
একি কোনো দুঃস্বপ্ন
আমি চিন্তায় চিন্তায় মরি,
নাকি ফেলে যাওয়া সেই স্মৃতি।
আমার কি, এখনো
বাজে স্বপ্নের অভ্যাস টা যাবেনা,
কভু কি, এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা।
আমার কি, কখনো
বাজে স্বপ্নের অভ্যাস টা যাবেনা,
কভু কি, এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা।।
দুঃস্বপ্ন লিরিক্স - অড সিগনেচার
Tags:
Bangla Songs Lyrics