Mon Dubey Jaai Lyrics by Shaan
Mon Dubey Jaai Lyrics in English by Shaan featuring Shaan, Roselyn D’Souza is a latest Bengali song. Shaan has sung the song “Mon Dubey Jaai". Music composed by Shaan and Mon Dubey Jaai Lyrics written by Rajib Chakraborty.
Song Info:
Song: Mon Dubey Jaai
Singer: Shaan
Lyrics: Rajib Chakraborty
Music: Shaan
Cast: Shaan, Roselyn D’Souza
Label: Shaan Music

Mon Dubey Jaai Lyrics in Bangla
হাতে মন রাখলে
ধূলো প্রেম মাখলে
কথা বাকী থাকলে
এক পৃথিবী
চাঁদ যেন গুম সুম
কুয়াশার নেই ঘুম
ঠোঁটে নিয়ে মরসুম
ছুঁয়ে দিবি
বল না এখন কোথায় যাব
কার আগুনে রাত পোহাবো
মন ডুবে যায় মেঘের পাড়ায়
ডুবে যায় সন্ধ্যে বেলায়
মন ডুবে যায় মেঘের পাড়ায়
মন ডুবে যায়
তোর চোখে চোখ রেখে
দেখি ভোরের আলো
তুই দূরে যাস চলে
লাগে না আর ভালো
আমায় ছেড়ে হারাবি যতই ভীড়ে
ভালোবাসায় আসবি আবার ফিরে
কথা ছিল হবে দেখা
মনের সাথে মনের একা
মন ডুবে যায় মেঘের পাড়ায়
বৃষ্টি নামে সন্ধ্যে বেলায়
মন ডুবে যায় মেঘের পাড়ায়
সন্ধ্যে বেলায়
মন ডুবে যায় মেঘের পাড়ায়
ডুবে যায় সন্ধ্যে বেলায়মন
ডুবে যায় মেঘের পাড়ায়
মন ডুবে যায়
Mon Dubey Jaai Lyrics - Shaan
Tags:
Bangla Songs Lyrics