Eka Kotha Lyrics by Mishu Khan
Eka Kotha Song Is Sung by Mishu Khan from Shohortoli Bangla Band. Song Lyrics In Bengali Written by Razib Rahman. Song Mixing And Mastering by Shihab Ashraful.
Song: Eka Kotha
Vocal, Tune & Composition: Mishu Khan
Lyrics: Razib Rahman
Keyboard: Zillur Rahman Shohag
Animation: Minhajul Islam
Recording Studio: Gaaner Bari
Eka Kotha Song Lyrics In Bengali
আজ রাতের কাছে মিনতি করি
কাল সূর্যের আলোয়
যেন ভোর হয় তোমার,
অবিরাম বৃষ্টি তোমার প্রার্থনায় কাঁদছে
তুমি বৃষ্টি ভালোবেসে কি
বৃষ্টি ছোঁবে না ?
আর একবার চোখ মেলো
দেখো চাঁদের আলোয়
তোমার ছায়া ঢেকেছে,
আমি চাঁদ কে জাগিয়ে রেখেছি
তুমি চাঁদের আলোয় কি
মুখ ধোবে না ?
আর একবার কথা বলে ওঠো
শোনো বাতাসের শোঁ শোঁ আর্তনাদ,
তারা শব্দের বাতাসে তোমায় ডাকছে
তুমি বাতাসে চুল ওড়াবে না ?
ভোরের সাথে আমি বাজি ধরেছি
তুমি শিশিরে পা মাড়াবে,
আমাকে শেষবারের মতো হারতে দিওনা,
তুমি নিঃশ্বাস নেবে আমার ভালোবাসায়।
বেঁচে থাকবে দীর্ঘকাল
আমার অন্তিম কামনায়
আমার অন্তিম কামনায়
আমার অন্তিম কামনায়।
আর একবার চোখ মেলো
দেখো চাঁদের আলোয়
তোমার ছায়া ঢেকেছে,
আমি চাঁদ কে জাগিয়ে রেখেছি
তুমি চাঁদের আলোয় কি
মুখ ধোবে না ?
আর একবার কথা বলে ওঠো
শোনো বাতাসের শোঁ শোঁ আর্তনাদ,
তারা শব্দের বাতাসে তোমায় ডাকছে
তুমি বাতাসে চুল উড়াবে না ?
একা কথা লিরিক্স - মিশু খান - শহরতলী ব্যান্ড

Tags:
Bangla Songs Lyrics