Maati KhuNre Lyrics From Bengali Movie Baishe Shrabon
This Song is Sung By Raghab Chatterjee. Music Composed By Anupam Roy. Featuring By Prosenjit Chatterjee, Parambrata, Abir And Raima Sen.
Movie Name- Baishe Shrabon (2011)
Singer- Raghab Chatterjee
Music & Lyricist- Anupam Roy
Writer & Director- Srijit Mukherji
Producer- Shree Venkatesh Films
Music on- V Music
Maati Khunre Lyrics In Bengali
মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল,
কেউ দেখেনি ঘাসে হারানো তোমার খেলার পুতুল
মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল,
কেউ দেখেনি ঘাসে হারানো তোমার কানের দুল।
তাই খুঁজতেই কাটল বেলা, ডুব-সাঁতার মন
চুরি করে নেওয়ার সময়, আমার উপার্জন।
পা-মা-গা-রে-সা, মাটি খুঁড়ে।
খুলে দিলাম আজ..
জল-স্রোতের আওয়াজ
মনে পড়বে না..
কতো জন্মের কাজ (x2)
বন্ধক থাক বিকেলগুলো
আকাশ ঘুড়িহীন
আমাদের এই ফেরার পথে,
মেলে ধরো রঙিন।
পা-মা-গা-রে-সা,
মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল,
মাটি খুঁড়ে।
পায়ে পায়ে আবার..
বুড়ো শেকলের টান
তুমি শোনালে..
সুয্যি ডোবার গান (x2)
সেই গানেই জানতে পারলাম,
অনুভুতি উভচর
কাগজ নৌকা ইতিহাস পাতা,
এখানেই উত্তর।
পা-মা-গা-রে-সা,
মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল,
কেউ দেখেনি ঘাসে হারানো তোমার কানের দুল
মাটি খুঁড়ে...
মাটি খুঁড়ে লিরিক্স
Tags:
Bangla Songs Lyrics