Ei Ratri Hole Sesh Lyrics by Prerona
Ei Ratri Hole Sesh Song Is Sung by Prerona. Music Composed by Belal Khan And Song Lyrics In Bengali Written by Sadat Hossain.
Song : Ei Raatri Hole Sesh
Vocal : Prerona
Lyrics : Sadat Hossain
Music : Belal Khan
Video Edit : Hridoy Choudhury
Ei Ratri Hole Sesh Lyrics In Bengali
এই রাত্রি হলে শেষ,
আমিও হবো পাখির মতো হাওয়ায় নিরুদ্দেশ
আমিও হবো পাখির মতো হাওয়ায় নিরুদ্দেশ,
আস্ত আকাশ আমার হবে আমিও হবো পাখি
এই কান্না দিনের কষ্টটুকু জমিয়ে কেবল রাখি।
এই রাত পোহাবেই, আসবে সকাল,
আঁধার হবে শেষ,
আমিও হবো পাখির মতো হাওয়ায় নিরুদ্দেশ
আমিও হবো পাখির মতো হাওয়ায় নিরুদ্দেশ।।
ঘর ছেড়ে ঠিক নামবো পথে
ছুটবো ফুলের কাছে,
জানবো আমি এই জীবনের
অনেক দেনা আছে।
রোদের কাছে, বোধের কাছে,
করবো সমর্পণ,
বন্ধু তোমায় জানিয়ে রাখি
তোমার নিমন্ত্রণ।
এই যে এমন রুদ্ধ আকাশ একলা একা ঘর
তবুও জানি, কাছেই আছি, আমরা পরস্পর।
এই দহন দিনের শেষে,
বন্ধু তোমায় জড়িয়ে নেবো আবার ভালোবেসে
বন্ধু তোমায় জড়িয়ে নেবো আবার ভালোবেসে
বন্ধু তোমায় জড়িয়ে নেবো, আবার ভালোবেসে।।
এই রাত্রি হলে শেষ লিরিক্স - প্রেরণা

Tags:
Bangla Songs Lyrics