Fagun Lyrics by Mekhla Dasgupta
Fagun Song Is Sung by Mekhla Dasgupta. Music Composed by Subrata Bhattacharya And Phagun Aagun Ranga E Mon Lyrics In Bengali Written by Sandip Bandopadhyay.
Song: Fagun
Singer: Mekhla Dasgupta
Composer: Subrata Bhattacharya
Lyricist: Sandip Bandopadhyay
Arrangement and Programming: Partha Paul
Sound enginee: Saumen Paul
Dop: Avi Pal
Editor: Sujoy Naskar
Production: Macro eye
Label: Times Music Bangla
Fagun Lyrics In Bengali
ফাগুন, আগুন রাঙা এ মন
জীবন, চেনা চেনা হলো যে কখন,
ফাগুন, আগুন রাঙা এ মন
জীবন, চেনা চেনা হলো যে কখন,
যতদূর চলেছি, দুটো হাত ধরেছি
যতদূর চলেছি, দুটো হাত ধরেছি
জানিনা ভালোবেসেছি কে প্রথম।
ফাগুন, আগুন রাঙা এ মন
জীবন, চেনা চেনা হলো যে কখন।।
সেদিনও অচেনা সকালে
না বোঝা ভীরু কৌশলে,
সেদিনও অচেনা সকালে
না বোঝা ভীরু কৌশলে,
দেখেছি তোমাকে হারানো সে বাঁকে
আরো নতুন করে বারে বারে।
যতদূর চলেছি, দুটো হাত ধরেছি
যতদূর চলেছি, দুটো হাত ধরেছি
জানিনা ভালোবেসেছি কে প্রথম।
ফাগুন, আগুন রাঙা এ মন
জীবন, চেনা চেনা হলো যে কখন।।
স্বপ্নের খোলা সে খাতাতে
তোমাকেই আঁকি রং তুলিতে,
স্বপ্নের খোলা সে খাতাতে
তোমাকেই আঁকি রং তুলিতে,
হারিয়ে পাওয়া যে খুশির হাওয়া
আরো সবুজ হয় সে অন্তরে।
যতদূর চলেছি, দুটো হাত ধরেছি
যতদূর চলেছি, দুটো হাত ধরেছি
জানিনা ভালোবেসেছি কে প্রথম।
ফাগুন, আগুন রাঙা এ মন
জীবন, চেনা চেনা হলো যে কখন
চেনা চেনা হলো যে কখন।।
ফাগুন লিরিক্স - মেখলা দাসগুপ্ত

Tags:
Bangla Songs Lyrics