Kanamachhi Lyrics by Somlata Acharyya Chowdhury
Kanamachhi Song Is Sung by Somlata Acharyya Chowdhury from Somlata And The Aces. Music Composed And Produced by Sudipto Buti Banerjee And TOmay Chara Bhalo Achi Lyrics In Bengali Written by Anirban Mazumder.
Song: Kanamachi
Vocals: Somlata Acharyya Chowdhury
Lyrics: Anirban Mazumder
Music & Keyboards: Sudipto 'Buti' Banerjee
Recording Engineer: Sayan Ghosh & Tushar Banerjee
Mixed and Mastered by: Shomi Chatterjee
Guitars: Arnab Roy
Bass: Abhishek ‘Nona’ Bhattacharya
Drums: Tushar Banerjee
Video shot and edited by: Neel
Kanamachhi Lyrics In Bengali
কিছু কথা কখনোই বলা যায় না
বুঝে নিতে হয় নিজেকে,
একঘেয়ে ভালোবাসা আর যায় না
ঠেকে তবেই লোকে শেখে।
আমাদের ভেতর আমি কোথাও নেই
পুরোটা জুড়ে আছো তুমি,
রাস্তা কোথাও তো শেষ হতোই
কখন পেরিয়ে গেছো লিমিট।
স্মৃতিরা নিভে যাবে
দাগ সব মুছে যাবে,
তুমি কি বদলে যাবে ?..
তোমায় ছাড়া ভালো আছি
নিজের অনেক কাছাকাছি,
নিজের মতো এই বেশ আছি
ভালো-মন্দে কানামাছি।।
নষ্ট করে ফেলেছি অনেক সময়
চলে গেছে আর ফিরবেনা,
কষ্ট পেয়েছি যতটা মনে হয়
এখন সামলানো যাবে না।
যা পড়ে ছিলো তাই যত্ন করে
আগলে রেখেছি কাছে,
পুরোনো অভ্যেস যাচ্ছে ঝরে
আমার কারণ আমি নিজে।
ঘুম আসে রাতের সাথে
হলে ভোর, আলো মেখে
আয়নায় নিজের চোখে ..
তোমায় ছাড়া ভালো আছি
নিজের অনেক কাছাকাছি,
নিজের মতো এই বেশ আছি
ভালো-মন্দে কানামাছি।
স্মৃতিরা নিভে যাবে
দাগ সব মুছে যাবে,
তুমি কি বদলে যাবে ?..
তোমায় ছাড়া ভালো আছি
নিজের অনেক কাছাকাছি,
নিজের মতো এই বেশ আছি
ভালো-মন্দে কানামাছি।।
কানামাছি লিরিক্স - সোমলতা আচার্য্য চৌধুরী

Tags:
Bangla Songs Lyrics