Antabihin Kate Na Aar Jeno Lyrics by Lata Mangeshkar
Antabihin Kate Na Aar Jeno Song Is Sung by Lata Mangeshkar. Music Composed by And Song Lyrics In Bengali Written by Salil Chowdhury. Cover Version Song Is Sung by Nishita Barua.
Song: Antabihin Kate Na Aar Jeno
Singer: Lata Mangeshkar
Music & Lyrics: Salil Chowdhury
Label: Saregama India Ltd
Cover Credits:
Singer: Nishita Barua
Music Rearrangement: Partha Barua
Production: 49Blue
Label: Seylon Tea
Antabihin Kate Na Aar Jeno Lyrics In Bengali
অন্তবিহীন,
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন।।
পোড়া মন পাগল হলো,
কি করে যে সব কিছু ভোলো হো ?
পোড়া মন পাগল হলো হো ,
কি করে যে সব কিছু ভোলো হো?
বাঁধন সবিই এতো হেলায় খোলো,
আমায় করো রঙ-হীন।
অন্তবিহীন
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন।।
কুয়াশা কুয়াশা ভরা আশা
বোবা হয়ে গেছে সব ভাষা হা,
কুয়াশা কুয়াশা ভরা আশা হা
বোবা হয়ে গেছে সব ভাষা হা,
জীবন মরণ মিলে মিশে গেছে,
কিছু তো নাই রঙীন।
অন্তবিহীন
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন।।
অন্তবিহীন কাটে না আর যেন লিরিক্স - লতা মঙ্গেশকর

Tags:
Bangla Songs Lyrics