Bihin Lyrics by Retort Band
Bihin Song Is Sung by Zihan Islam And Rajbir Acharya from Retort Bangla Band. Song Lyrics In Bengali Written by Zihan Islam.
Song: Bihin
Composition: Retort Band
Vocals: Zihan Islam & Rajbir Acharya
Lyrics: Zihan Islam
Guitars: Zihan Islam, Rajbir Acharya,
Lead: Talha Rivan
Bass: Adnan Mahadi
Music production: Happy Daze Studios
Bihin Lyrics In Bengali
তোমার যত অবহেলা
যেন আমারই জন্যে,
ভাবি শুধু তোমার কথা
নিঃসঙ্গ আপন মনে।
কোনো এক মিথ্যে আবেশ
করেছিলো আমায় কাবু,
ভালোবাসা হয়ে গেছে নিঃশেষ
মন হয়ে গেছে মরু।
কোন আশায় খুঁজবে তুমি
এই নিথর মনের ছায়া,
ছায়াহীন মানুষ আমি
আজ তোমার অচেনা।
এই মিথ্যে শহরে
আমি অমিথ্যার খোঁজে
নিজেকে ব্যার্থ করেছি।
বিহীন লিরিক্স

Tags:
Bangla Songs Lyrics