Bohurupe Lyrics by Jayati Chakraborty
Bohurupe Janmastami Special Bengali Song Is Sung by Jayati Chakraborty. Music Composed by Sayantan And Souptik. Song Lyrics In Bengali Written by Manik Bera. Song Dubbed, Mixed And Mastered by Goutam Basu.
Song: Bohurupe
Singer: Jayati Chakraborty
Composition: Sayantan - Souptik
Lyrics: Manik Bera
Rhythm design: Achin Sarkar
Strokes and keyboard programming: Souptik Mazumder
Vocal design: Sayantan Sinha
Adfitional vocals: Sayantan -Souptik
Cinematography: Krishnendu Roy
Di & Edit: Krishnendu Roy
Music Publisher: JMR Music Studio
Bohurupe Lyrics In Bengali
বহুরূপে এলে তুমি মোহন মুরারী
বহুরূপে এলে তুমি মোহন মুরারী,
কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি
কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি।।
ঋতু-ফাল্গুনে রাধা আজ খেলে দোল
পলাশ শেষে মহুল বনে রাঙা হিল্লোল,
ঋতু-ফাল্গুনে রাধা আজ খেলে দোল
পলাশ শেষে মহুল বনে রাঙা হিল্লোল,
হৃদয় পুলক জাগে চঞ্চল মন
রাই কানু ব্রজধামে সাথে গোপী গণ,
হৃদয় পুলক জাগে চঞ্চল মন
রাই কানু ব্রজধামে সাথে গোপী গণ।
হাতে-মুখে রং মেখে মারে পিচকারি
হাতে-মুখে রং মেখে মারে পিচকারি
কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি
কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি।।
ভক্তি ভরে রাধা জপে ..
ভক্তি ভরে রাধা জপে কৃষ্ণনাম
কলঙ্কিনী যুগে যুগে তারও বদনাম,
ভক্তি ভরে রাধা জপে কৃষ্ণনাম,
কলঙ্কিনী যুগে যুগে তারও বদনাম।
জনমে জনমে রাধা আজও বিরহিনী
কৃষ্ণের প্রেয়সী তবু জনম দুঃখিনী,
জনমে জনমে রাধা আজও বিরহিনী
কৃষ্ণের প্রেয়সী তবু জনম দুঃখিনী,
উজান স্রোতে আজ রাধা বাঁধন হারা
মধুর বাঁশির গানে রাধা দিশেহারা,
উজান স্রোতে আজ রাধা বাঁধন হারা
মধুর বাঁশির গানে রাধা দিশেহারা,
মথুরা নগর জুড়ে বাজে শ্যামের বাঁশি
মথুরা নগর জুড়ে বাজে শ্যামের বাঁশি,
কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি
কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি।
বহুরূপে এলে তুমি মোহন মুরারী
বহুরূপে এলে তুমি মোহন মুরারী,
কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি
কৃষ্ণপ্রেমে রাধা খেলে লুকোচুরি।।
বহুরূপে এলে তুমি লিরিক্স - জয়তী চক্রবর্তী
Tags:
Bangla Songs Lyrics