Buk Bendhe Tui Dara Dekhi Lyrics Rabindrasangeet
Buk Bendhe Tui Dara Dekhi Rabindrasangeet Sung by Sunidhi Nayak And Shayan Chowdhury Arnob. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore.
Song: Buk Bendhe Tui Dara Dekhi
Written by: Rabindranath Tagore
Parjaay: Swadesh - 33
Raag: Behag
Taal: Ektaal
Singer: Sunidhi And Arnob
Buk Bendhe Tui Dara Dekhi Lyrics In Bengali
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই,
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই,
শুধু তুই ভেবে ভেবেই
হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই,
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই।
একটা কিছু করে নে ঠিক
ভেসে ফেরা মরার অধিক,
একটা কিছু করে নে ঠিক
ভেসে ফেরা মরার অধিক,
বারেক এ দিক বারেক ও দিক
এ খেলা আর খেলিস নে ভাই।
শুধু তুই ভেবে ভেবেই
হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই,
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই।
মেলে কি না মেলে রতন
করতে তবু হবে যতন,
না যদি হয় মনের মতন
চোখের জলটা ফেলিস না ভাই।
ভাসাতে হয় ভাসা ভেলা
করিস নে আর হেলাফেলা,
ভাসাতে হয় ভাসা ভেলা
করিস নে আর হেলাফেলা,
পেরিয়ে যখন যাবে বেলা
তখন আঁখি মেলিস নে ভাই।
শুধু তুই ভেবে ভেবেই
হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই,
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই,
বুক বেঁধে তুই দাঁড়া দেখি
বারে বারে হেলিস নে ভাই।
বুক বেঁধে তুই দাঁড়া দেখি লিরিক্স - রবীন্দ্রসংগীত

Tags:
Bangla Songs Lyrics