Ontor Jole Re Jole Lyrics by Kumar Bishwajit
Ontor Jole Re Jole Song Is Sung by Kumar Bishwajit from Premer Abash Bengali Album. Antor Jwale Re Jwale Lyrics In Bengali Written by Ahmed Imtiaz Bulbul.
Song: Ontor Jole
Singer: Kumar Bishwajit
Lyric & Tune: Ahmed Imtiaz Bulbul
Album: Premer Abash
Label: G Series
Ontor Jole Re Jole Lyrics In Bengali
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে।
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে।
যখন আমার তুমি কেউ লাগোনা
যখন আমার তুমি কেউ লাগোনা
পাড়া-পড়শী বলে রে,
তখন আরও বেশি বেশি জ্বলে
তখন আরও বেশি বেশি জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে।।
একে তো হায় অন্তরেতে পিরীতের ঘাও
সে ঘায়েতে তোমরা কেন লবন ছিটাও,
একে তো হায় অন্তরেতে পিরীতের ঘাও
সে ঘায়েতে তোমরা কেন লবন ছিটাও।
তোমরা তার কথা বলে
চোখেতে দাও মরিচ ডলে,
তোমরা তার কথা বলে
চোখেতে দাও মরিচ ডলে,
চোখের পানি গড়গড়াইয়া
চোখের পানি গড়গড়াইয়া
পড়ে চোখের তলে,
জ্বলেরে জ্বলেরে অন্তর জ্বলে
তখন আরও বেশি বেশি জ্বলে।
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে।।
একে তো হায় কব্বরেতে দিয়াছি এক পাও
পারলে তোমরা এখনই
বাঁশ-চাটাই কিনতে যাও,
একে তো হায় কব্বরেতে দিয়াছি এক পাও
পারলে তোমরা এখনই
বাঁশ-চাটাই কিনতে যাও।
বুঝি সবার মতিগতি
পেছনে চাও আমার ক্ষতি,
আরে বুঝি সবার মতিগতি
পেছনে চাও আমার ক্ষতি,
রূপে গুণে অপূর্ব তাই
রূপে গুণে অপূর্ব তাই
সবাই তাহার দলে।
জ্বলেরে জ্বলেরে অন্তর জ্বলে
তখন আরও বেশি বেশি জ্বলে,
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে।
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে।
যখন আমার তুমি কেউ লাগোনা
যখন আমার তুমি কেউ লাগোনা
পাড়া-পড়শী বলে রে,
তখন আরও বেশি বেশি জ্বলে
তখন আরও বেশি বেশি জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলেরে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে।।
অন্তর জ্বলে রে জ্বলে লিরিক্স - কুমার বিশ্বজিৎ

Tags:
Bangla Songs Lyrics