Othocho Lyrics by Farhan Rifat
Othocho Song Is Sung by Farhan Rifat And Composed by Fantasy Realm. Song Lyrics In Bengali Written by Dibbo and Rifat.
Song: Othocho
Vocals: Farhan Rifat
Tune & Composition: Fantasy Realm
Lyrics: Dibbo and Rifat
Guitars and Backing Vocals: Dibbo Nasser
Guitars: Zaheen Tamzeed
Bass: Oahidul Islam Ridoy
Drums: Muhit Al Hasan
Keys: Aarafat Bosnia
Othocho Lyrics In Bengali
অথচ,
কতবার খুঁজেছি তোমায় এই পথে
ঘুমহীন রাতের শেষে,
অথচ,
কতবার বেঁধেছি সেই সুর
তোমায় নিয়ে ও ও..
অনুভূতির প্রাচীর ভেঙে
জনজীর্ণ কনক্রিট পেরিয়ে,
ফিরে আসছি তোমার কাছে
শোনাতে সেই গান.
যা লিখেছি তোমায় ভেবে ..
হয়তো এবারই শেষ
তোমার মাঝে ফিরে আসা,
তোমার অস্তিত্বে নিজেকে বিলীন করা
(বিলীন করা)
কল্পনার শিকল ছিঁড়ে শুরু হোক
নতুন করে বাঁচতে শেখা ..
অথচ,
ভোরের আকাশ আমায় দেখতো
তোমার কথা ভাবতে,
অথচ,
তোমার কথা ভেবে শিখেছি
শিশুর মত হাসতে,
অযথা অন্ধকারে, কারণে অকারণে ..
ও ও ও..
হয়তো এবারই শেষ
তোমার মাঝে ফিরে আসা,
তোমার অস্তিত্বে নিজেকে বিলীন করা
(বিলীন করা)
হয়তো এবারই শেষ ....
অথচ লিরিক্স - ফারহান রিফাত

Tags:
Bangla Songs Lyrics