Sedino Esechilo Boshonto Lyrics by SK Annoo And Jui Shalok
Sedino Esechilo Boshonto Song Is Sung by SK Annoo And Jui Shalok. Music Composed by And Song Lyrics In Bengali Written by SK Annoo.
Song: Sedino Esechilo Bosonto
Singers: SK Annoo & Jui Shalok
Lyricist & Composer: SK Annoo
Recitation: Sayem
Direction & Filmed: Sumnath Das Biraz
Edit & CC: SK Annoo
Produced By: FawK SerieS SK Annoo Official
Label: Fawk Series Music
Sedino Esechilo Boshonto Lyrics In Bengali
তোমার জন্য রাখা জায়গাটাতে
হাজার বছর বৃষ্টি হয়না,
কখন জানি দাবানলে পরিণত হয়
কখন জানি পুড়ে যায়,
হাজার স্বাশ-প্রশ্বাস, আ হা।
জীবন চলার মাঝে
আঁকা বাঁকা পথে
হেঁটে হেঁটে বেড়ানো,
ভালোলাগা সবি পরিচিত সুখ
রেখে যায় মন মাতানো।
দেখেনা এ পৃথীবি তাদের মাঝে প্রীতি
মেঘ হয়ে নামে চিঠি,
ও.. আছে অনেক দূরে
হাতে অনেক কাজ
দিও না আর ফাঁকি।
নিস্পাপ কষ্ট গুলো আজ অভিশাপে
আশা গুলো বয়ে বেড়ায় চোখের কোনে,
চোখের কোনে।।
নিয়তি তুমি একটি বার
বলে দিও তাকে,
হাজার কষ্টের নদী বেয়ে
আবার আসিব ফিরে।
সেদিনও এসেছিল বসন্ত
হাসিমাখা ঠোঁটের ফাঁকে,
ভালোবাসা আজ হারিয়েছে নীড়
ফেরেনা আপন ঘরে।
নিস্পাপ কষ্ট গুলো আজ অভিশাপে
আশা গুলো বয়ে বেড়ায় চোখের কোনে,
চোখের কোনে।।
সেদিনও এসেছিল বসন্ত লিরিক্স

Tags:
Bangla Songs Lyrics