Smritir Poth Beye Lyrics by Anwesshaa
Smritir Poth Beye Song Is Sung by Anwesshaa Dattagupta. Music Composed by ANd Song Lyrics In Bengali Written by Anwesha.
Song: Smritir Poth Beye
Vocal, Composition & Lyrics: Anwesshaa
Guitar arrangement and playing: Shomu Seal
Mixing and mastering: Ananjan Chakraborty
Video direction, Edit & Colour: Sushovon Moshan
Smritir Poth Beye Lyrics In Bengali
ভালো আছি ভালো থেকো
স্মৃতির ঘরে আমায় রেখো,
চোখের পাতায় মেঘের ছোঁয়ায়
তুমি থেকো।
ঠোঁটের কোলে আলগা হাসি
আমি বড় ভালোবাসি,
হঠাৎ চাওয়া দিন গুলোতে
তুমি থেকো।
বিষন্ন দিন, একলা রাত
কেটে গেছে কেটে যাবে,
তুবুও আজ তোমার ছোঁয়ার
ভালোলাগায় ভালোবাসায়
এক আকাশ নীরবতায়,
তুমি ছিলে তুমি আছো
তেমন থেকো।।
ঝড়ের আগে দমকা হাওয়া
তোমায় পাওয়া আর না পাওয়া
বুকে গভীর ক্ষত হয়ে
তুমি থেকো।
কথার খেলাপি, ভাঙা হৃদয়
চোখের জলে ভেজে সময়,
এ প্রেম আমার রূপকথা নয়।
ব্যস্ত শহর, ক্লান্ত শরীর
না লেখা গান আর অভিমান
সবেতে ঠিক যেমন ছিলে
তেমন থেকো।
ভালো আছি ভালো থেকো
স্মৃতির ঘরে আমায় রেখো,
চোখের পাতায় হুঁ ..
তুমি থেকো।
স্মৃতির পথ বেয়ে লিরিক্স - অন্বেষা দত্ত গুপ্ত

Tags:
Bangla Songs Lyrics