Sokhi Bhabona Kahare Bole Lyrics | সখী ভাবনা কাহারে বলে লিরিক্স

Sokhi Bhabona Kahare Bole Lyrics Rabindranath Tagore

Sokhi Bhabona Kahare Bole Lyrics is a Rabindra Sangeet. Sokhi Bhabona Kahare Bole Lyrics from the Bengali album Bhalobasa Kare Koy. Sokhi Bhabona Kahare Bole song is sung by Sraboni Sen.

Song Name: Sokhi Bhabona Kahare Bole
Singer: Sraboni Sen
Album: Bhalobasa Kare Koy
Lyrics: Rabindranath Tagore
Label: Rabindra Sangeet

Sokhi Bhabona Kahare Bole Lyrics in Bengali

সখী, ভাবনা কাহারে বলে ।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী
‘ভালোবাসা’ ‘ভালোবাসা’

সখী, ভালোবাসা কারে কয়!
সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল?
সে কি কেবলই দুখের শ্বাস?

লোকে তবে করে কী সুখেরই
তরে এমন দুখের আশ ।
আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল,

সুনীল আকাশ, শ্যামল
কানন, বিশদ জোছনা, কুসুম কোমল
সকলই আমার মতো ।
তারা কেবলই হাসে, কেবলই গায়,

হাসিয়া খেলিয়া মরিতে চায়
না জানে বেদন, না জানে রোদন,
না জানে সাধের যাতনা যত
ফুল সে হাসিতে হাসিতে ঝরে,

জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে
আলোক সাগরে আকাশের তারা
তেয়াগে কায় ।

আমার মতন সুখী কে আছে ।
আয় সখী, আয় আমার কাছে
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।

প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা
একদিন নয় বিষাদ ভুলিয়া
সকলে মিলিয়া গাহিব মোরা

ভাবনা কাহারে বলে ।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী
‘ভালোবাসা’ ‘ভালোবাসা’

সখী, ভালোবাসা কারে কয়!
সে কি কেবলই যাতনাময় ।

সখী ভাবনা কাহারে বলে লিরিক্স

Previous Post Next Post