Ami Opar Hoye Bose Achi Lyrics from Lalon Geeti
Ami Opar Hoye Bose Achi Lalon Geeti Sung by Pousali Banerjee And Lyrics In Bengali Written by Fakir Lalon Shah. Same Song Is Sung by Sahana Bajpaie, Nigar Sultana Sumi from Lalon Band, Timir Biswas, Iman Chakraborty And Many Various Artists In Their Own Way.
Song: Ami Opar Hoye Bose Achi
Singer: Pousali Banerjee
Music & Lyrics: Fakir Lalon Shah
Re-arrangement: sainik dey
Music Label: SVF Devotional
Ami Opar Hoye Bose Achi Lyrics In Bengali
আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময় ..
পাড়ে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে,
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে,
আমি তোমা বিনে ঘোর সংকটে
আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায় ..
পাড়ে লয়ে যাও আমায়,
আমি অপার হয়ে বসে আছি।
নাহি আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন,
নাহি আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন,
আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন,
তাইতে দেই দোহাই ..
পাড়ে লয়ে যাও আমায়,
আমি অপার হয়ে বসে আছি।
অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি,
অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি,
ফকির লালন বলে অকুলের পতি
ফকির লালন বলে অকুলের পতি,
কে বলবে তোমায় ?
পাড়ে লয়ে যাও আমায়।
আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময় ..
পাড়ে লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়।
আমি অপার হয়ে বসে আছি লিরিক্স - লালনগীতি

Tags:
Bangla Songs Lyrics