Anek Durer Manush Lyrics | অনেক দূরের মানুষ লিরিক্স | Anupam Roy

Anek Durer Manush Lyrics by Anupam Roy

Anek Durer Manush Song Is Sung by Anupam Roy And Lyrics Written by And Music Composed by Anupam Roy from Anusandhan Bengali Movie. Starring: Saswata Chatterjee, Churni Ganguly, Joydeep Mukherjee, Ridhhi Sen, Priyanka Sarkar, Kamaleswar Mukherjee, Payel Sarkar And others.

Song: Anek Durer Manush
Movie: Anusandhan
Vocal, Music & Lyrics: Anupam Roy
Mixed and mastered: Shomi Chatterjee
Director: Kamaleshwar Mukherjee
Dop: Tuban
Editor: Rabiranjan Maitra
Label: Eskay Movies

Anek Durer Manush Lyrics In Bengali

কখনও জোর করে অথবা ভুল করে
বোজো চোখের পাতা
ঝিমিয়ে নাও মাথা,
আমার পরিচয় এড়িয়ে যাও।

যেভাবে উচ্চারণ হয়েছে সাধারণ,
খেলাতে হেরেছি, আঁকড়ে ধরেছি,
ছাড়িয়ে নাও তোমায়, এগিয়ে যাও।

থাক সে কথা জানতে চেয়ে আর 
লজ্জা দিয়ো না,
স্পর্শকামী হাত দুটো আর 
ধরতে চেয়ো না।

আমি অনেক দূরের মানুষ
কাছে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
আমি নিজেই নিজেকে ঠকাই
ভুলে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।।

যে সুরে বেঁধেছি 
আঙুলে গেঁথেছি,
সে হাত একবার ধরে দেখো 
ছুঁয়ে দেখো না।

যে ফিতে বাঁধনি, আড়ালে কাঁদনি 
অঝোরে ঝরিনি, নজরে পড়িনি,
আমার পরিচয়, এড়িয়ে যাও।

থাক সে কথা জানতে চেয়ে আর 
লজ্জা দিয়ো না,
স্পর্শকামী হাত দুটো আর 
ধরতে চেয়ো না।

আমি অনেক দূরের মানুষ
কাছে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
আমি নিজেই নিজেকে ঠকাই
ভুলে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।।

অনেক দূরের মানুষ লিরিক্স - অনুপম রায়

Anek Durer Manush by Anupam Roy from Anusandhan
Previous Post Next Post