Behaya Lyrics by Lagnajita Chakraborty
Behaya Song Is Sung by Lagnajita Chakraborty from Ekannoborti Bengali Movie. Starring: Aparajita Adhya, Sauraseni Maitra, Kaushik Sen, Ananya Sen And Others. Music Composed by Mainak Mazoomdar. Song Lyrics In Bengali Written by Nilanjan Chakraborty.
Song: Behaya
Film Name: Ekannoborti
Singer: Lagnajita Chakraborty
Lyrics: Nilanjan Chakraborty
Composer: Mainak Mazoomdar
Mixed & Masterd by: Mohit Shankar
Directed by: Mainak Bhaumik
Presented By: Prasen'er Dolbol
Label: SVF
Behaya Lyrics In Bengali
আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে।
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে।
আমাদের গল্পগুলো ...
আমাদের গল্পগুলো
এক লাফেতেই আকাশ ছোঁয়া,
আসমানী রং মাখতো
জাদুর ছড়ি দিয়ে।
বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে,
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে।
আমাদের গল্পগুলো ...
আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে,
একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে।
আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাবো ইচ্ছে করেই,
নিজেদের মন ভাঙবো
নিজেই নেব জুড়ে।
জীবনের নতুন বানান
লিখবো দুজন আজীবনে,
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে।
আমাদের গল্পগুলো ...
আমাদের গল্প গুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে।
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে।
বেহায়া লিরিক্স - লগ্নজিতা চক্রবর্তী

Tags:
Bangla Songs Lyrics