Ekhono Takei Bhalobashi Lyrics by Rupak Tiary
Ekhono Takei Bhalobashi Song Is Sung by Rupak Tiary from Nirob Bengali Short Film. Starring: Binoy Bhattacharya, Soumili Pramanik, Pratyusha Bhattacharya, SD Dey And Swapnish Sen. This Song Lyrics In Bengali Written by Aviman Paul.
Song: Ekhono Takei Bhalobashi
Short Film: Nirob
Vocal: Rupak Tiary
Tune & Lyrics: Aviman Paul
Programming, Mix & Master: Rupak Tiary
Story, Screenplay & Direction: Akash Hossain
Associate director: SD.Dey
DOP: Samrat Das
Ekhono Takei Bhalobashi Lyrics In Bengali
এলোমেলো স্বপ্নের ভিড়ে
খুঁজে ফিরি তাকেই আবার,
যত দূরে যাই হেঁটে তবু
পিছুটান ঘরে ফেরার।
যতবার ডানা মেলে
উড়তে চেয়েছে স্মৃতি,
বারণ করেছি আমি নিজে,
কারণ ছিলোনা তাও
ছিড়ে ফেলি শেষ চিঠি,
অজুহাত রাখেনি তো খুঁজে।
তবু এখনো তাকেই ভালোবাসি
এখনো তাকেই ভালোবাসি
এখনো তাকেই ভালোবাসি,
এখনো তাকেই ভালোবাসি
এখনো তাকেই ভালোবাসি।।
চুরি যায় একমুঠো রোদ
ক্লান্ত শরীর ঘরে ফেরে,
ভালোবাসা ভিড় করে আসে
সাদা-কালো ক্যানভাস জুড়ে।
রংতুলি হাতে নিয়ে
চেষ্টা চালিয়ে যাই,
একবার তাকে বোঝার,
অচেনা পথের বাঁকে
থমকে দাঁড়িয়ে পড়ি,
ভয় হয় পথ হারাবার।
তবু এখনো তাকেই ভালোবাসি
এখনো তাকেই ভালোবাসি
এখনো তাকেই ভালোবাসি,
এখনো তাকেই ভালোবাসি
এখনো তাকেই ভালোবাসি।।
এখনো তাকেই ভালোবাসি লিরিক্স - রূপক তিয়ারী

Tags:
Bangla Songs Lyrics