How to Transfer MB from GP to Gp full process in Bangla
যদি মনে করে থাকেন, একটি GP Sim থেকে আরেকটি জিপি SIM এ MB transfer করবেন, তাহলে মনে রাখা উচিত যে, আপনার জিপি সিমে ক্রয় করে রাখা এমবি গুলো অন্য সিমে পাঠানোর কোন সিস্টেম নেই।
তবে আপনি চাইলেই আপনার সিম দিয়েই অন্য আরেকজন জিপি ব্যবহারকারিকে MB কিনে দিতে পারবেন। তাই এখন আমি বিস্তারিত জানাবো যে, কি ভাবে Gp to Gp MB transfer করতে হয়।
Read more:
GP Minute Offer 2022: জিপি মিনিট অফার ২০২২ | Latest Gp Minutes Code
আপনি যদি অন্য আরেকজন জিপি সিম ব্যবহারকারী কে এমবি Transfer করে দিতে চান এক্ষেত্রে আপনার কাছ থেকে টাকা খরচ হবে কিন্তু আপনি যেই GP Number এ mb পাঠাতে চান তা সফল ভাবেই করতে পারবেন।
এরজন্য প্রথমে আপনাকে GP Flexiplan সাইট টি ভিজিট করতে হবে, গুগলে গিয়ে GP Flexi plan লিখে সার্চ করলেই সাইট পেয়ে যাবেন। এরপর সেখান থেকে আপনারা ইচ্ছে মতো এমবি ও মেয়াদ সিলেক্ট করে প্রিয় জিপি নাম্বারে এমবি পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই যাকে এমবি ট্রান্সফার করবেন তার নাম্বারে গিফট সিলেক্ট করে নিবেন। এরপর আপনার কাছে পেমেন্ট রেখে প্রিয় জিপি টু জিপি এমবি ট্রান্সফার সফল করতে পারবেন।
আরু পড়ুন: