Jaat Gelo Jaat Gelo Bole Lyrics by Sahana Bajpaie
Jaat Gelo Jaat Gelo Bole Bengali Folk Song Is Sung by Sahana Bajpaie. Song Lyrics In Bengali Written by Phokir Lalon Shah. Same Song Is Sung by Kalika Prosad Bhattacharjee, Shayan Chowdhury Arnob, Borno Chakroborty, Anusheh Anadil And Many Various Artists In Their Own Way.
Song: Jaat Gelo Jaat Gelo Bole
Lyrics and Tune: Phokir Lalon Shah
Vocals: Sahana Bajpaie
Keys: Samrat Mukherjee
Violin: Souptik Mazumder
Drums: Ritoban Das
Bass: Shamik Chatterjee
Mix & Master: Tirthankar Majumdar
DOP: Subhadeep Bag
Direction: Tirthankar Majumdar
Edited and Colored by: Kushal Pan
Label: INRECO Entertainment
Jaat Gelo Jaat Gelo Bole Lyrics In Bengali
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা,
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা,
সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না।
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা,
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা,
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে ?
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে ?
কি জাত হবা যাবার কালে
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বলো না।
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা,
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।।
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলে সব হয় গো সুচি,
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলে সব হয় গো সুচি,
দেখে শুনে হয় না রুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকেও ছাড়বে না।
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা,
জাত গেল জাত গেল বলে
একই আজব কারখানা।।
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়,
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়,
লালন বলে জাত কারে কয়
লালন বলে জাত কারে কয়
সে ভ্রম তো গেল না।
জাত গেলো জাত গেলো বলে
একি আজব কারখানা,
জাত গেলো জাত গেলো বলে
একই আজব কারখানা,
সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না।
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা,
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।।
জাত গেল জাত গেল বলে লিরিক্স - লালন গীতি

Tags:
Bangla Songs Lyrics