Jodi Himaloy Hoye Lyrics by Khalid
Jodi Himaloy Hoye Lyrics by Khalid is an old popular song. Jodi Himaloy Hoye song sung by Khalid. This song made in Devi album. Jodi Himaloy Hoye song written by Prince Mahmud. This is a romantic type song. Jodi Himaloy Hoye song create a huge fan base when its published.
Song Name: Jodi Himaloy Hoye
Singer: Khalid
Lyrics & Tune : Prince Mahmud
Album: Devi
Label: Gaanchill Music
Jodi Himaloy Hoye Lyrics in Bangla
যদি হিমালয় হয়ে
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে হাত
তার আবার হারানোর ভয়
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে হাত
তার আবার হারানোর ভয়
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
জানতেও পারবে না কেউ তা
জানতেও পারবে না কেউ তা
প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখেরও হিমালয়
প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়
প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখেরও হিমালয়
প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়
বেহাগের সুরে সুখ গিয়ে দূরে
আসে অশুভ বারতা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
জানতেও পারবে না কেউ তা
জানতেও পারবে না কেউ তা
দল বেধে সব দুঃখ আসে
মৌন প্রেমের সর্বনাশে
ভোরের শিশির শুকোবে জেনেই
তপ্ত রোদ হাসে
দল বেধে সব দুঃখ আসে
মৌন প্রেমের সর্বনাশে
ভোরের শিশির শুকোবে জেনেই
তপ্ত রোদ হাসে
বেহাগের সুরে সুখ গিয়ে দূরে
আনে অশুভ বারতা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতেরও কথা
জানতেও পারবে না কেউ তা
জানতেও পারবে না কেউ তা
যদি হিমালয় হয়ে লিরিক্স – খালিদ
Tags:
Bangla Songs Lyrics