Ke Bole Manush More Lyrics Folk Song
Ke Bole Manush More Folk Song Is Sung by Satyaki Banerjee. Song Lyrics IN Bengali Written by Kuthi Mansur. Same Song Is Sung by Kartik Das Baul, Ananya Chakraborty, Kamruzzaman Rabbi, Fakir Nur Alam And Many Various Artists In Their Own Way.
Song: Ke Bole Manush More
Lyrics And Composition: Kuthi Mansur
Vocal: Satyaki Banerjee
Label: Bangla Folk Dunia
Ke Bole Manush More Lyrics In Bengali
ওরে এ মানুষ মরলে পরে
বিচার হবে কার?
এ মানুষ মরলে পরে
বলো বিচার হবে কার ?
আমি বুঝলাম না ব্যাপার,
কে বলে মানুষ মরে ?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে ?
ও যেমন পরম থাকে নিরাকারে
খেলছেন খেলা নিরেতে,
আর জীবাত্মা জীবিত থাকে
পরমাত্মার জোরেতে,
পরমাত্মার জোরেতে।
এই আদি সত্য পরম যিনি
জীব দেহ চালাচ্ছেন তিনি,
এই আদি সত্য পরম যিনি
এই জীব দেহ চালাচ্ছেন তিনি,
ওরে জন্ম মৃত্যু নাম ধরিয়া
চালাইছে কোন কারোবার,
কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে ?
আর পঞ্চ আত্মা পঞ্চ রহু
বলো হিসেবেতে পাওয়া যায়,
একের হতে দুয়ের জন্ম
পরমাত্মার মরণ নাই,
পরমাত্মার মরণ নাই।
এই পরমাত্মার কর্ম লইয়া
জীবাত্মা যায় বিলান হইয়া,
পরমাত্মার কর্ম লইয়া
এই জীবাত্মা যায় বিলান হইয়া।
এমন সুন্দর,
এমন সুন্দর দেহখানি
হয়ে যায় বেকার,
কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে ?
আমি বুঝলাম না ব্যাপার।
যেমন সাগর হতে আসে পানি
এই নদীতে ভেসে বেড়ায় ..
আর যেথা হতে আসে পানি
তোথায় আবার ফিরা যায়
তোথায় আবার ফিরা যায়।
এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে
তবু সাগর কিন্তু শুকায় না রে,
এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে
তবু সাগর কিন্তু শুকায় না রে,
তেমনি মানুষ ঘোরে ফেরে
মনসুর কয় বার বার
কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে?
এ মানুষ মরলে পরে
বিচার হবে কার?
এ মানুষ মরলে পরে
বলো বিচার হবে কার ?
খ্যাপা রে...
এ মানুষ মরলে পরে
বলো বিচার হবে কার ?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে ?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে ?
কে বলে মানুষ মরে লিরিক্স - বাংলা ফোক গান

Tags:
Bangla Songs Lyrics