Mayar Kangal Lyrics by Ishan Mitra
Mayar Kangal Song Is Sung by Ishan Mitra from Olpo Holeo Sotti Bengali Movie. Starring: Saurav Das, Darshana Banik, Rishav Basu, Srijani Mitra And Others. Music Composed by Amit - Ishan. Song Lyrics In Bengali Written by Asif Iqbal.
Song Name: Mayar Kangal
Film Name: Olpo Holeo Sotti
Singer: Ishan Mitra
Music: Amit - Ishan
Lyrics: Asif Iqbal
Mixing and Mastering: Amit Chatterjee
Direction: Soumojit Adak
Dop: Tuhin
Story: Anubhav Ghosh
Presenter: Ankit Das And Suresh Tolani
Produced by: Roop Production & Entertainment
Music Label: Gan Goppo
Mayar Kangal Lyrics In Bengali
মায়ার কাঙাল আমি চিরদিন
বুঝিনি কিছু ভালোবাসা ছাড়া,
মায়ার কাঙ্গাল আমি চিরদিন
বুঝিনি কিছু ভালোবাসা ছাড়া,
কেউ রয়ে গেছে, কেউ হারিয়েছে
কেউ ভুল বুঝে ফিরে গেছে,
আমায় ভালোবেসেছিলো যারা
আমায় ভালোবেসেছিলো যারা।
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ,
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ ..
ও.. ও..
ধরে ধরে হেঁটেছিলো
কাছে ছিল বলেছিল, বুঝেছিলো
চরাচরে,
ধরে ধরে হেঁটেছিল,
কাছে ছিল বলেছিলো, বুঝেছিল
চরাচরে।
তাদের লুকিয়ে রেখেছিলো
মনের গোপন ঘরে,
আমি আজও বেঁচে আছি
আমার মতো করে,
ঘুম হারা, ঘুম হারা।
কেউ রয়ে গেছে, কেউ হারিয়েছে
কেউ ভুল বুঝে ফিরে গেছে,
আমায় ভালোবেসেছিল যারা
আমায় ভালোবেসেছিল যারা।
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ,
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ ..
ও.. ও..
মায়ার কাঙাল লিরিক্স - ঈশান মিত্র

Tags:
Bangla Songs Lyrics