Premer Silalipi Lyrics by Rupak Tiary And Kajol
Premer Silalipi Dipaboli Special Bengali Romantic Love Song Is Sung by Rupak Tiary And Kajol Chatterjee. Starring: Arunima Paul, Binoy Bhattacharjee, Aviman Paul, Riki Chatterjee, Baidhriti Paul And Sirsho Banerjee. Music Composed by And Song Lyrics IN Bengali Written by Aviman Paul.
Song: Premer Silalipi
Vocal: Rupak Tiary & Kajol Chatterjee
Lyrics & Composition by: Aviman Paul
Mix & Master: Rupak Tiary
Concept & Story: Riki Chatterjee
Direction, Edit & Colour: Aditya Paul
Cinematographers: Aditya Paul & Sayan Sarkar
Premer Silalipi Lyrics In Bengali
তোমায় নতুন করে
ছুঁতে চাওয়ার মুহূর্তরা,
তোমার চেনা চোখে
নতুন করে হারিয়ে যাওয়া।
তুমি ছোট্ট টিপে, তাকাও মেপে
জল মাপো সই,
আমি দু'এক পশলা বৃষ্টি হতে
পারছি কই।
আমিও ছিলাম বসে
তোমার পথের অপেক্ষাতে,
জানলা খোলা উড়ো চিঠির
আস্কারাতে।
তোমায় আলোয় আলোয় সাজাই
তোমায় মনের রঙে সাজাই,
তুমি শহর জুড়ে প্রেমের শিলালিপি।
তুমি আমার হয়েই থেকো
আমায় পুরনো নামেই ডেকো,
আমি কখন যে তোমার হলাম চুপিচুপি।।
তোমায় অনেক কিছু বলার আছে
শুনবে কি ?
তারায় তারায় এই মিষ্টি প্রহর
গুনবে কি ?
আমি পূর্ণ হলাম
তোমার চোখের আয়নাতে,
হাত ছেড়োনা অবুঝ কিছু
বায়নাতে।
তোমায় আলোয় আলোয় সাজাই
তোমায় মনের রঙে সাজাই,
তুমি শহর জুড়ে প্রেমের শিলালিপি।
তুমি আমার হয়েই থেকো
আমায় পুরনো নামেই ডেকো,
আমি কখন যে তোমার হলাম
চুপিচুপি।।
প্রেমের শিলালিপি লিরিক্স - রূপক তিয়ারী ও কাজল

Tags:
Bangla Songs Lyrics