Shunno Hridoy Lyrics by Hridoy Khan
Shunno Hridoy Song Is Sung by Hridoy Khan. Music Composed by Hridoy Khan And Lyrics Written by Shanarei Devi Shanu.
Song: Shunno Hridoy
Tune, Music, Vocal: Hridoy Khan
Lyrics: Shanarei Devi Shanu
Production: HK Production
Shunno Hridoy Lyrics In Bengali
শূন্য হৃদয় জুড়ে
তুই ছিলি মনের ঘরে,
হারিয়ে ফেলেছি তোকে
মিছে আলো ছায়ায়।
ভুলে যাওয়া গান কবিতায়
তুই ছিলি আমারই,
তুই হীনা শূন্য অসহায়।
ধোঁয়াশা বেদনায়
বোবা শূন্যতায়,
এখনো তোকেই আমি কুড়িয়ে পাই।
তোর নালিশ তোর আদর
উষ্ণ মায়ায়।।
কি করে ভুলে গেলি মিথ্যে তুই
চুলের ঘ্রাণে ছিলাম বিলীন,
কি করে ছেড়ে চলে গেলি তুই
তোকে ছাড়া যার কাটতো না দিন,
ছলছল চোখ, সুখী অভিনয়
অভিমান মন মুখোশে ঢাকি।
ধোঁয়াশা বেদনায়
বোবা শূন্যতায়,
এখনো তোকেই আমি কুড়িয়ে পাই।
তোর নালিশ তোর আদর
উষ্ণ মায়ায়।।
একবার তো এসে দেখে যা তুই
ভালোবেসে খুন হয়েছি আমি,
ফেরারি সুখ কেন মরে যায়
স্মৃতির আয়নায় তুই বেনামী,
ছলছল চোখ সুখী অভিনয়
অভিমান মন মুখোশে ঢাকি।
ধোঁয়াশা বেদনায়
বোবা শূন্যতায়,
এখনো তোকেই আমি কুড়িয়ে পাই।
তোর নালিশ তোর আদর
উষ্ণ মায়ায়।।
শূন্য হৃদয় জুড়ে লিরিক্স - হৃদয় খান

Tags:
Bangla Songs Lyrics