Aloker Kunjobone Lyrics by Nishita Barua
Aloker Kunjobone Lyrics Written by Jahirul Islam Badal And Sung by Nishita Barua. Music Composed by Real Ashique. Music Coordinator Hridoy Saikat And Nizamuddin Khan Zahin.
Song: Aloker Kunjobone
Singer: Nishita Barua
Lyrics: Jahirul Islam Badal
Music Composer: Real Ashique
Tune Composer: Hridoy Saikat
Chief Coordinator: Dr. Md Harunur Rashid
DoP: Joseph
Editor: Shahdat Hossain
Production: Md. Alamgir, Khokon- BFDC
Produced by: Urvashi Forum
Aloker Kunjobone Lyrics In Bengali
তুমি যেন আজ ফুটলে হেসে
আলোকের কুঞ্জবনে,
তুমি যেন আজ ফুটলে হেসে
আলোকের কুঞ্জবনে,
হাজার তারা বলে কথা
তোমাকে কাছে পেয়ে ..
মধুময় হলো তাই যামিনী
মধুময় হলো তাই যামিনী।
তুমি যেন আজ ফুটলে হেসে
আলোকের কুঞ্জবনে।।
রাতের প্রিয় হাসে দু’চোখের স্বপনে
চুপিসারে কথা কয় গোপনে গোপনে,
রাতের প্রিয় হাসে দু’চোখের স্বপনে
চুপিসারে কথা কয় গোপনে গোপনে,
মাধবীলতা দেখো, ঢলে যায় পিয়ালে
অভিসারে মেতে রয় সুজনে দু’জনে।
তুমি যেন আজ ফুটলে হেসে
আলোকের কুঞ্জবনে।।
জোনাকীরা আলো জ্বেলে
তোমাকে যায় ডেকে,
জোনাকীরা আলো জ্বেলে
তোমাকে যায় ডেকে,
গোলাপ পাঁপড়ি মেলে ভ্রমরের গুঞ্জনে।
কাজল আঁধার নীড়ে
দীপ নেভা রাত ঘিরে,
বসে জাগি আমি একা
তুমি যেন এলে ফিরে।
কাজল আঁধার নীড়ে
দীপ নেভা রাত ঘিরে,
বসে জাগি আমি একা
তুমি যেন এলে ফিরে,
প্রিয়জনে হবে মেলা বিজনে নির্জনে
অভিসারে মেতে যেন কূজনে-কূজনে।
তুমি যেন আজ ফুটলে হেসে
আলোকের কুঞ্জবনে,
তুমি যেন আজ ফুটলে হেসে
আলোকের কুঞ্জবনে,
হাজার তারা বলে কথা
তোমাকে কাছে পেয়ে ..
মধুময় হলো তাই যামিনী
মধুময় হলো তাই যামিনী।
তুমি যেন আজ ফুটলে হেসে
আলোকের কুঞ্জবনে।।
আলোকের কুঞ্জবনে লিরিক্স - নিশীতা বড়ুয়া
Tags:
Bangla Songs Lyrics