]Amar Ei Shunnyo Hridoy Lyrics by Nachiketa Chakraborty
Amar Ei Shunnyo Hridoy Lyrics Written by Debdutta Sreemany And Sung by Nachiketa Chakraborty. Same Song Is Sung by Rupankar Bagchi.
Song: Amar Ei Shunnyo Hridoye
Singer: Nachiketa
Music And Lyrics: Debdutta Sreemany
Coordination & Arrangement: Siddhartha Chatterjee
Label: Asha Audio
Amar Ei Shunnyo Hridoy Lyrics In Bengali
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়,
জানিনা কোন হৃদয়ে তোমাকে মানায়
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়।
যে রাতে তুমি ছিলে আমার পাশে
দুটি মন দুটি হৃদয় ছিলো
ওগো আরও কাছে।
মনে পড়ে যায় সজনী
মনে পড়ে যায়,
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়,
জানিনা কোন হৃদয়ে তোমাকে মানায়
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়।
এ গানের রামধনু রং
তোমাকে খুঁজে পায়,
এ গানের রামধনু রং
তোমাকে খুঁজে পায়,
স্বপ্নের সেদিন আজও
মনে পড়ে যায়।
সুরের এই ঝর্ণা ধারায় সুরের মাঝে
তোমাকে পাই যে আমি বারে
বারে সকল কাজে।
বৃথা চলে যায় রজনী
কেঁদে মরি হায়..
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়,
জানিনা কোন হৃদয়ে তোমাকে মানায়
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়।
আমার এই শূন্য হৃদয় লিরিক্স - নচিকেতা চক্রবর্তী
Tags:
Bangla Songs Lyrics