Miche Mayar Shohore Lyrics by Minar Rahman
মিছে মায়ার শহরে গানটি গেয়েছেন এবং লিরিক্স লিখেছেন মিনার রহমান। গানটির সুর দিয়েছেন সাজিদ সরকার।
Miche Mayar Shohore Song Is Sung by Minar Rahman. Music Composed by Sajid Sarker. This Video Song Directed by Saikat Reza. This Bengali Single Song Miche Mayar Shohore Lyrics Written by Minar Rahman.
Song: Miche Mayar Shohore
Vocal & Tune: Minar Rahman
Lyrics & Composition: Minar Rahman
Music: Sajid Sarker
Director: Saikat Reza
Cinematography: Bikash Saha
Edit & Color: S.M. Tushar
Production: SR Film
Label: Soundtek
Miche Mayar Shohore Lyrics In Bengali
খুব ভোরে তোমার ওই দুচোখে
আমার দুটো চোখ রেখেছিলাম,
রোদ মাখা বাতাসে সুবাসে
তোমার হাতে হাত রেখেছিলাম।
এই মিছে মায়ার শহরে
দুজনে কত পথ হেঁটেছিলাম,
অজানায় ..
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
কাছে এ এ এ ..
ভুল যতো ছিল তোমার আমার
সব আজ ভুলে চলোনা,
সেই সব অভিমান ভুলে
মুছে যতো ঠুনকো ছলনা।
এই মিছে মায়ার শহরে
আবার চলো করি নতুন ঠিকানা।
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
পাশে এ এ এ ..
আজ ওই আকাশে
দেখো তারার মেলা,
মেঘে মেঘে স্মৃতির ভেলা,
দিন কেটে যায়, কত রাত চলে যায়
হৃদয়ে তোমার অপেক্ষা..
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
কাছে এ এ এ ..
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
পাশে ..
খুব ভোরে তোমার ওই দুচোখে
আমার দুটো চোখ রেখেছিলাম।
মিছে মায়ার শহরে লিরিক্স - মিনার রহমান
Tags:
Bangla Songs Lyrics