Nishi Lyrics by Wahid Zaman
Nishi Lyrics Sung by Wahid Zaman. Music Composed by Autumnal Moon. This College Life Bengali Song Lyrics Written by And Tuned by Wahid Zaman.
Song: Nishi(নিশী)
Lyrics, Tune And Vocal: Wahid Zaman
Music: Autumnal Moon
Design & Animation: Wahid Zaman
Label: G Series
Nishi Lyrics In Bengali
হেসে হেসে চলে যায় সে
আমি একা বসে থাকি যে,
নিশী .. চলে যায়।
আড্ডা যখন ক্যমপাসে
গেয়ে যাই কোন এক কোনে
গেয়ে গান হয়ে যাই Boss
মাঝে মাঝে I'm Just Lost
নিশী.. জানে না,
নিশী তো, নিশী তো জানে না
নিশী তো, নিশী তো চলে যায় ..
ক্লাস-ট্লাস একবারে মিছে
আছি গান আর তাকে নিয়ে,
প্রতিদিন Hit Cool Mood-এ
আসি গান গেতে ক্যাম্পাসে,
গান গেয়ে যাই জোর গলায়
খুঁজে দেখো পাবে আমায়,
প্রতিদিন ব্যস্ততা তোমার
বেশি Time দেখি না Never
নিশী .. কেন চলে যাও ?
ফাঁকা যখন এই ক্যাম্পাসে
থাকে Best Friend মোর পাশে,
Cigarette Matches পকেটে
বেদনায় গাই একসাথে,
নিশী.. শোনে না
নিশী তো, নিশী তো শোনে না
নিশী তো, নিশী তো চলে যায় ..
সবকিছু লাগে বড় ফিকে
আসি তবু এই Old Place-এ
প্রতিদিন Hopefull Mood-এ
আসি গান গেতে ক্যাম্পাসে,
গেয়ে যাই.. জোর গলায় ..
খুঁজে দেখো পাবে আমায় ..
ভালো লাগে না এই Pain
But It Helps Me To Sing
নিশী .. জানো কি ?
থাকি যখন এই এক কোনে
সাথে Friend ভেবে যাই মনে,
লিখেছি তখন এই গান
সবটুকু তোমার অবদান,
নিশী.. বোঝো না..
নিশী তো, নিশী তো বোঝো না
বোঝো না,
নিশি তো, নিশি তো জানো না
জানো না,
নিশী তো, নিশী তো শোনো না
শোনো না,
নিশী বলো কেন চলে যাও ?
চলে যাও ?
নিশি লিরিক্স - ওয়াহিদ জামান
Tags:
Bangla Songs Lyrics