Amar Chokhe Lyrics by Dristy Anam
আমার চোখে গানটি গেয়েছেন দৃষ্টি আনম। গানটি হলো কি কারণে বাংলা নাটকের গান। গানটির সুর দিয়েছেন এমিল। দেখ আমার চোখে তোমার দেওয়া জল গানের লিরিক্স লিখেছেন সোমেশ্বর অলি।
Amar Chokhe Song Is Sung by Dristy Anam from Ki Karone Bangla Natok Song. Msic Composed by Apple Mahmud Emil. Amar Chokhe Lyrics Written by Shomeshwar Oli.
Ki Karone Bangla Natok Cast: Apurba, Keya Payel, Fakhrul Basher, Masum Saberi, Athena Adhikary, Risa Chowdhury, Masum Rezwan, Alam Motaher, Ragib Raihan Pial And Others.
Song: Amar Chokhe
Drama: Ki Karone
Singer: Dristy Anam
Lyrics: Shomeshwar Oli
Tune: & Music: Apple Mahmud Emil
Director: Md Mehedi Hasan Jony
Dop: Nayem Fuad Fuad Bin Alamgir
Edit: Razib Hasan
Label: Sultan Entertainment
Amar Chokhe Lyrics In Bengali
যতখানি ছিলে তুমি
তারও বেশি নেই এখন,
অভিমান পেলে পোষে
ব্যথা বুঝে পেলো এ মন,
কী কারণে স্মৃতিচারণে
এত যে দহন ..
দেখো আমার চোখে
তোমার দেওয়া জল,
এই চোখে কি কখনো
এঁকে দেবে কাজল ?
বেলা ডুবে যায় বাজে
শেষ বাঁশি,
অপেক্ষা কূলে নিয়ে আমি
ফিরে আসি।
আরো বেশি স্বপ্ন নিয়ে
নিজের মনে গল্প বানিয়ে,
আমি পুরনো, তোমাকে, ভালোবাসি।
দেখ আমার চোখে
তোমার দেওয়া জল,
এই চোখে কি কখনো
এঁকে দেবে কাজল ?
আমার চোখে লিরিক্স - দৃষ্টি আনম
Tags:
Bangla Songs Lyrics