Babylon Lyrics by Condropith Band
চন্দ্রপীঠ ব্যান্ড এর "তিমির যাত্রী" অ্যালবাম থেকে ব্যাবিলন গানটি গেয়েছেন রাসেল আহমেদ। ব্যাবিলনে শুন্যে দান গানের লিরিক্স লিখেছেন কানাই নবকান্ত।
Babylon Song Is Sung by Rasel Ahmed from Timir Yatri Condropith Bangla Band Album. Song Mixing And Mastering by Shafiqul Islam. Starring Shakil Khan. Ami Sthir Achi Babylon Lyrics Written by Kanai Nobokanto.
Song: Babylon
Band Name: Condropith
Album: Timir Yatri
Lyrics & Tune: Kanai Nobokanto
Vocal: Rasel Ahmed
Guitar: Mahraj Shihab
Guitar: Riyad Uddin
Bass: Dipta Bhowmik
Drums: Shovon Mojumder
Band Manager: Samin Shahriar
DOP: Adnan Sarwar
On Camera: Rahman Ratul
Recording Studio: Apogee Production
Video Production: Adnan Sarwar Production
Marchandise Partner: Heavy Metal T shirt
Babylon Lyrics In Bengali
ব্যাবিলনে শুন্যে দান
আর চীনের মহাপ্রাচীর,
আমি কিছু দেখে আশ্চর্য হইনা
নিজেকে দেখে।
আমি স্থির আছি ..
আমি তোরই আছি ..
তোকে ভালোবেসে,
আগের মতন।।
চারিদিকে দেখি হায়
কিছু চেনা যায়না,
শুধু চিনি আমার আমাকে।
চারিদিকে দেখি সব
কিছু চেনা যায় না,
শুধু চিনি আমার এই আমাকে।
শুধু চিনি না আমি তোকে
কিছু বোঝা বড় দায়,
চিনি অন্যরকম আমি আমাকে।
আমি স্থির আছি ..
আমি তোরই আছি ..
তোকে ভালোবেসে,
আগের মতন।।
শ্রাবনগগন মেঘে ঘন মেঘে রোদ্দুরে
আঁখি মনে রূপরেখা তোর,
আঁখি মনে রূপরেখা তোর।
অন্তরজুড়ে আজ তোর ধ্যান
ভাল্লাগেনা মিছে ঘ্যান ঘ্যান,
নতুনের রোদে হবে সূর্যস্নান
অচলের পথ চলা তোরই কারণ।
আমি স্থির আছি ..
আমি তোরই আছি ..
তোকে ভালোবেসে,
আগের মতন।।
ব্যাবিলন লিরিক্স - চন্দ্রপীঠ ব্যান্ড
Tags:
Bangla Songs Lyrics