Boshonto Bohilo Sokhi Lyrics by Mekhla Dasgupta
বসন্ত ঋতু মানেই গান এবং গান। বসন্তেরই গান "বসন্ত বহিলো সখি" ঝুমুর গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত।
Boshonto Bohilo Sokhi Song Is Sung by Mekhla Dasgupta. Music Design by Subhashis Sourav. This Song Dedicates Spring Season "Basanta" Which Is Know As Sign Of Love. Boshonto Bohilo Sokhi Lyrics Is A Traditional Jhumur Song.
Same Song Is Sung by Pranay Majumder, Paromieta Majumder, Dohar Band And Many Various Artists In Their Own Way.
Song: Boshonto Bohilo Sokhi
Singer: Mekhla Dasgupta
Lyrics: Traditional
Music: Subhashis Sourav
Keyboard: Sourav Nag
Bass: Subhashis Chowdhury
Lead Guitar: Dhrubajoyti Das
Drums: Bappi Das
Percussions: Choton Saha, Swarup Mukherjee
Chorus: Afrin Sultana, Munni Mim
Direction & Edit: Nur Hossain Hira
Label: Rtv Music
Boshonto Bohilo Sokhi Lyrics In Bengali
বসন্ত বহিলো সখি..
বসন্ত বহিলো সখি
কোকিলা ডাকিলো রে,
বসন্ত বহিলো সখি
কোকিলা ডাকিলো রে,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল রে,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল রে।
বাঁশেরও বাঁশরী সখী
সরল কাঠের বাঁশি রে,
বাঁশেরও বাঁশরী সখী
সরল কাঠের বাঁশি রে,
বিনা ফুকে বাজে বাঁশি
বলে রাধা রাধা রে,
বিনা ফুকে বাজে বাঁশি
বলে রাধা রাধা রে।
ভাদর মাসে কাঁশি ফুটে
আর ঝিঙ্গা ফুল রে,
ভাদর মাসে কাঁশি ফুটে
আর ঝিঙ্গা ফুল রে,
আইলো রে করমা পরব
কার সঙে লাচিব রে,
আইলো রে করমা পরব
কার সঙে লাচিব রে,
কার সঙে লাচিব সখী
শাড়ি শাঁখা নাই রে,
আইলো রে করমা পরব
কার সঙে লাচিব রে ?
অশ্বিন মাসে দুগ্গা পূজা
সবাই বিন্ধে নতুন ঘর,
অশ্বিন মাসে দুগ্গা পূজা
সবাই বিন্ধে নতুন ঘর,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল গো,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল গো।
পুষ মাসে পুষ পরব
নতুন খাতে হবে গো,
পুষ মাসে পুষ পরব
নতুন খাতে হবে গো,
ফাগুন মাসে চিমড় ফুল
বাতাসেতে উড়ে গো,
ফাগুন মাসে চিমড় ফুল
বাতাসেতে উড়ে গো।
কার সঙ্গে নাচিব বলো
বন্ধু আমার নাই রে,
কার সঙ্গে নাচিব বলো
বন্ধু আমার নাই রে,
কত পরব ভাইড়াইং গেল
কার সঙ্গে নাচিব রে,
কত পরব ভাইড়াইং গেল
কার সঙ্গে নাচিব রে ?
বসন্ত বহিলো সখি
কোকিলা ডাকিল রে,
বসন্ত বহিল সখি
কোকিলা ডাকিলো রে,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল রে,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল রে ..
বসন্ত বহিলো সখি লিরিক্স - মেখলা দাশগুপ্ত
Tags:
Bangla Songs Lyrics