Ei Poth Chawa Lyrics by Habib Wahid
এই পথ চাওয়া গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন হাবিব ওয়াহিদ। এই পথ চাওয়া যদি থেমে যায় গানের লিরিক্স লিখেছেন মহসিন মেহেদী।
Ei Poth Chawa Song Is Sung by Habib Wahid. Song Composed Produced And Arranged by Habib Wahid. Ei Poth Chawa Lyrics Written by Mohosin Mehedi.
Song: Ei Poth Chawa
Vocal & Tune: Habib Wahid
Lyrics: Mohosin Mehedi
Composed by: Habib Wahid
Ei Poth Chawa Lyrics In Bengali
এই পথ চাওয়া যদি থেমে যায়
কোন পথে তুমি খুঁজবে আমায়?
আমার মতন করে এমন মায়ায়
রাখবে যতনে কে,
চোখেরই তারায় ?
এই পথ চাওয়া যদি থেমে যায়
কোন পথে তুমি খুঁজবে আমায় ?
থাকোনা তুমি এ মনের সবটা জুড়ে
পাবেনা আমার মতো কেউ পৃথিবী ঘুরে,
ও ও..
থাকোনা তুমি এ মনের সবটা জুড়ে
পাবেনা আমার মতো কেউ পৃথিবী ঘুরে,
দিশেহারা পাখি হয়ে উড়ে উড়ে চলি
প্রেমেরই যাতনাতে কত কি যে বলি।
এই মাতাল অনুভব তোমার ছায়াপথে
এতোটা পথ বলো তুমি যাবে কার সাথে ?
আমার মতন করে এমন মায়ায়
রাখবে যতনে কে,
চোখেরই তারায় ..
এই পথ চাওয়া যদি থেমে যায়
কোন পথে তুমি খুঁজবে আমায় ?
এই পথ চাওয়া লিরিক্স - হাবিব ওয়াহিদ
Tags:
Bangla Songs Lyrics