Jonak Pakhi Lyrics by Chander Gari Band
চাঁদের গাড়ি ব্যান্ড এর আয়োজিত জোনাক পাখি গানটি গেয়েছেন সাহেদ নাজির হাসিদ। গানটির সুর দিয়েছেন দীপ্ত। বলো জোনাক পাখি গানের লিরিক্স লিখেছেন রুদ্র নীল আহমেদ।
Jonak Pakhi Song Is Sung by Shahed Nazir Hades from Chander Gari Bangla Band. Music Composed by Khandkar Nazmus Sakib Dipto. Jonak Pakhi Lyrics Written by RudroNeel Ahmed.
Jonak Pakhi Song Cast: Chander Gari, Reeta Bishash And Walid hasan
Song: Jonak Pakhi
Band: Chander Gari
Vocal & Tune: Shahed Nazir Hades
Compose: Khandkar Nazmus Sakib Dipto
Lyrics: RudroNeel Ahmed
Audio Production: NOIZEMINE
Mix & Master: Shafiq
Director: Shahed Nazir Hades
DOP & Cinematographer: Farhanur Rahman
Concept: Khandkar Nazmus Sakib Dipto
Script: Shahed Nazir Hades
Editing: Farhanur Rahman
Animation & colour: Arman Ahmed Jisan
Jonak Pakhi Lyrics In Bengali
এই স্বপ্ন ঘরের দেয়াল জুড়ে
আকাশ দেখার চোখ,
তোমার স্বপ্ন ভাঙার গানটা নাহয়
আজকে আমার হোক।
বলো জোনাক পাখি, জোনাক পাখি
মৃত্যু কত দূরে ?
আমি তোমার জন্য গাইছি এ গান
মন ভাঙনের সুরে।।
তুমিও কি স্বপ্ন দেখে
চমকে ওঠো কেঁদে ?
আমার মতন মরছো কি আর
গলা সেধে সেধে।
আমার মনের নিশানা ভালো না
স্বপ্ন ছুঁতে পারে না,
বলো জোনাক পাখি, জোনাক পাখি
মৃত্যু কত দূরে ?
আমি তোমার জন্য গাইছি এ গান
অবেলার সুরে ...
জোনাক পাখি লিরিক্স - চাঁদের গাড়ি ব্যান্ড
Tags:
Bangla Songs Lyrics