Miliye Nio Lyrics by Nachiketa Chakraborty And Farzana Sifat
An Indo-Bangladesh Musical Collaboration Miliye Nio Song Is Sung by Nachiketa Chakraborty And Farzana Sifat. Music Composd by Joy Sarkar. Song Mixing and Mastering by Goutam Basu. Miliye Nio Lyrics Written by Srijato.
Song: Miliye Nio
Singer: Nachiketa Chakraborty & Farzana Sifat
Lyrics: Srijato
Composer: Joy Sarkar
Programming: Sabuj-Ashish
Direction: Soumojit Adak & Team
Cinematography: Amlan Saha
Edit: Shinjan Basu
Color: Arijit Bose
Production Head: Gourab Bhatta
Executive Producer: Saheb Halder
Music Label: Gan Goppo
Miliye Nio Lyrics In Bengali
মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা,
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা।
মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা।।
মুছে যেতে পারে জলছবি
হারানো সুরের বান্ধবী,
যেমন হারায় তার গান একা
এস্রাজে।
মুছে যেতে পারে সব কথা
দু’হাতে সাজানো স্তব্ধতা,
যেমন হঠাৎ তার মন খারাপ
হয়ে বাজে।
থাকে কেবল নীল সময়ে
বর্ষাবিহীন ছাতারা,
মিলিয়ে নিও সব।
মুছে যেতে পারে দিনগুলো
মুঠোতে অতীত রংধুলো,
যেমন পালায় সন্ধ্যের পরাগ
এক ছুটে।
মুছে যেতে পারে রাত ভোরও
স্বাধীনতাহীন অক্ষরও
যেমন স্নানের জল চায়
কাজলকে ধুতে।
থাকে কেবল কোন ধূসরে
কবিতা লেখার খাতারা ..
মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা,
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা।
মিলিয়ে নিও সব।।
মিলিয়ে নিও লিরিক্স - নচিকেতা চক্রবর্তী ও ফারজানা সিফাত

Tags:
Bangla Songs Lyrics