Payra Payra Mon Lyrics by Mahtim Shakib And Tasmee
পায়রা পায়রা মন গানটি গেয়েছেন মহাতিম শাকিব ও তাসমী। গানটির সুর দিয়েছেন শোভন রায়। আমার পায়রা পায়রা মন গানের লিরিক্স লিখেছেন প্রসেনজিৎ ওঝা।
Payra Payra Mon Song Is Sung by Mahtim Shakib And Tasmee. Music Composed by Shovon Roy. Payra Payra Mon Lyrics Written by Prosenjit Ojha.
Payra Payra Mon Song Cast: Prottoy Heron And Samina Bashar
Song: Payra Payra Mon
Singer: Mahtim Shakib & Tasmee
Lyrics: Prosenjit Ojha
Compositions: Shovon Roy
Direction: Protune Team
Cinematographers: Sakhayat Hossain Sakib
Production: Protune Team
Label: Protune
Payra Payra Mon Lyrics In Bengali
আমার পায়রা পায়রা মন
তোমার একলা ছাদের কোন,
আমি রোদের ডানায় হাসি
তোমায় একটু দেখলে বাঁচি।
আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয় ?
ফের এক'পা দু'পা করে
যখন সন্ধ্যা নেমে আসে,
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে।।
কোথায় ছিলে তুমি
আমি কোথায় ছিলাম,
কেমন করে তোমার
এতো আপন হলাম ?
দেখি রাত্রি নয় আর কালো
যেন রুপকথারই আসর,
সব গল্প মিলে মিশে,
তোমায় ভালোবাসে।
আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয় ?
ফের এক'পা দু'পা করে
যখন সন্ধ্যা নেমে আসে,
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে।।
তোমায় ছাড়া সময়
যেন ফেলে রাখে ছিপ,
নিঃশ্বাস লাগে বন্ধ
বুঝি নিভে যাবে দীপ।
তুমি একটু আড়াল থাকলে
আমার দিন হয় যায় বছর,
তুমি ছাড়া কাটে ত্রাসে
হারাই হা-হুতাশে।
আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয় ?
ফের এক'পা দু'পা করে
যখন সন্ধ্যা নেমে আসে,
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে।।
পায়রা পায়রা মন লিরিক্স - মহাতিম শাকিব ও তাসমী
Tags:
Bangla Songs Lyrics