Ami Tomaro Songe Bedhechi Lyrics Rabindra Sangeet
Ami Tomar Songe Bedhechi Rabindra Sangeet Is Sung by Raj Barman. Same Song Is Sung by Indrani Sen, Jayati Chakraborty, Srikanto Acharya, Shaan, Kavita Krishnamurthy, Trissha Chatterjee, Manomoy Bhattacharya from Mayajaaler Khela Bengali Movie Starring Abhishek Chatterjee And Indrani Haldar. Ami Tomar Songe Bedhechi Amar Praan Lyrics Written by Rabindranath Tagore.
Song: Ami Tomaro Songe Bedhechi
Lyrics: Rabindranath TagoreWritten by
Parjaay: Prem -222
Upa-parjaay: Prem Boichitra
Raag: Bahaar-Sohini
Taal: Dadra
Ami Tomaro Songe Bedhechi Lyrics In Bengali
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে,
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ,
তুমি জানো না,
ঢেকে রেখেছি তোমার নাম
রঙ্গীন ছায়ার আচ্ছাদনে,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি,
অরূপ মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে,
সোনার আভায় কাঁপে তব উত্তরী
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে,
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ লিরিক্স - রবীন্দ্রসঙ্গীত

Tags:
Bangla Songs Lyrics