Kalo Jamuna Lyrics by Chamok Hasan
Kalo Jamuna Song Is Sung by Chamok Hasan. Music Composed by Chamok And Bonhi. Kalo Jamunate Jao Go Radhe Lyrics Written by Chamok Hasan.
Song: Kalo Jamuna
Vocal And Lyrics: Chamok Hasan
Music: Chamok & Bonhi
Kalo Jamuna Lyrics In Bengali
কালো যমুনাতে যাও গো রাধে
যমুনাতে যাও গো রাধে, কাহারও টানে
যার লাগি অঙ্গ জ্বলে, সে কি জানে
যার লাগি অঙ্গ জ্বলে, সে কি জানে।
না বোঝে অবুঝ রাধা
কী বাঁধনে অন্তর বাঁধা,
না বোঝে অবুঝ রাধা
কী বাঁধনে অন্তর বাঁধা,
কী বাঁশি বাজিলে অঙ্গ
রয় না শয়ানে,
তুমি মনে মনে মন বাঁধিলা
মনে মন বাঁধিলা, কী মায়ার বানে,
যার লাগি অঙ্গ জ্বলে, সে কি জানে
যার লাগি অঙ্গ জ্বলে, সে কি জানে।।
এমন বিধান এই দুনিয়ার
হয় না হিসাব দুঃখ ব্যথার,
এমন বিধান এই দুনিয়ার
হয় না হিসাব দুঃখ ব্যথার,
যাহার বেদন সেই গো জানে
না বোঝে কেউ আর।
না বুঝিলা নিঠুর কালা
রাইকিশোরীর অন্তর্জ্বালা,
না বুঝিলা নিঠুর কালা
রাইকিশোরীর অন্তর্জ্বালা,
কোন দরিয়ায় ঢেউ উঠাইলা
বাঁশির গানে,
তুমি ভালো বোঝো মন্দ বোঝো
তুমি স্বর্গ বোঝো, নরক বোঝো,
তুমি সবই বোঝো,
আর বোঝো না, কী এই পরানে
যার লাগি অঙ্গ জ্বলে সে কি জানে
যার লাগি অঙ্গ জ্বলে, সে কি জানে
যার লাগি অঙ্গ জ্বলে, সে কি জানে।
কালো যমুনাতে যাও গো রাধে
যমুনাতে যাও গো রাধে, কাহারও টানে
যার লাগি অঙ্গ জ্বলে, সে কি জানে
যার লাগি অঙ্গ জ্বলে, সে কি জানে।।
কালো যমুনাতে যাও গো রাধে লিরিক্স - চমক হাসান

Tags:
Bangla Songs Lyrics