Ki Kore Bolbo Toke Title Song Lyrics by Avraal And Ankita
কি করে বলবো তোকে গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী আভরাল সাহির ও অঙ্কিতা ভট্টাচার্য। গানটির সুর দিয়েছেন আভরাল সাহির। গানটির লিরিক্স লিখেছেন এম এ আলম শুভ।
Ki Kore Bolbo Toke Natok Title Song Is Sung by Avraal Sahir And Ankita Bhattacharyya. This Bengali Drama Directed by Mohidul Mohim. Music Composed by Avraal Sahir. Ki Kore Bolbo Toke Title Song Lyrics Written by M A Alam Shuvo.
Ki Kore Bolbo Toke Bangla Natok Cast: Farhan Ahmed Jovan, Tanjin Tisha, Shoraf Ahmed Jibon And others.
Song: Ki kore Bolbo Toke
Singer: Avraal Sahir & Ankita Bhattacharyya
Lyrics: M A Alam Shuvo
Tune & Music: Avraal Sahir
Director: Mohidul Mohim
DOP: Kamrul Islam Shubho
Edit & Colour: Romjan Ali
Producer: Tanvir Mahmood
Publicity Design: Rakib Hossen Abir
Produced and Distributed by: Sultan Entertainment
Ki Kore Bolbo Toke Title Lyrics In Bengali
লাগছে মনে এমন কেন
টানছে আমায় কেউ যেন,
চোখে চোখে কথা ভেসে যায়।
যত্নে রাখা প্রিয় প্রহর
আমি করে দেবো তোর,
কেন থাকে মন দোটানায়।
বলতে গিয়ে ফিরে আসি
লজ্জায় মুচকি হাসি,
কাটেনা যে দ্বিধা ..
কি করে বলবো তোকে
চাইছে মন কতটা ?
ভালোবেসে আয় না কাছে
আসা যায় যতটা।।
এভাবে কাছে তুই এলি
ভাসালি প্রেমের নাও,
ভাবতে ভাবতে যেন আমার
ভাবনা গুলো উধাও।
দেখে তোর অবুঝ হাসি
ভুলেছি পথের দিক,
নিশানা শুধু তুই
জানিনা ভুল কিবা ঠিক।
বলতে গিয়ে ফিরে আসি
লজ্জায় মুচকি হাসি,
কাটেনা যে দ্বিধা ..
কি করে বলবো তোকে
চাইছে মন কতটা ?
ভালোবেসে আয় না কাছে
আসা যায় যতটা।
লাগছে মনে এমন কেন
টানছে আমায় কেউ যেন,
চোখে চোখে কথা ভেসে যায়।
যত্নে রাখা প্রিয় প্রহর
আমি করে দেবো তোর,
কেন থাকে মন দোটানায়।
বলতে গিয়ে ফিরে আসি
লজ্জায় মুচকি হাসি,
কাটেনা যে দ্বিধা ..
কি করে বলবো তোকে
চাইছে মন কতটা ?
ভালোবেসে আয় না কাছে
আসা যায় যতটা।।
কি করে বলবো তোকে লিরিক্স - আভরাল সাহির ও অঙ্কিতা ভট্টাচার্য্য

Tags:
Bangla Songs Lyrics