Tui Bolbo Na Tumi Lyrics from Kishmish
Tui Bolbo Na Tumi Song Is Sung by Subhadeep Pan And Nikhita Gandhi from Kishmish Bengali Movie Directed by Rahool Mukherjee. Music Composed by And Tui Bolbo Na Tumi Lyrics Written by Nilayan Chatterjee.
Kishmish Bengali Movie Cast: Dev, Rukmini Maitra, Kharaj Mukherjee, Anjana Basu, Kamaleshwar Mukherjee, June Maliah And Others.
Song: Tui Bolbo Na Tumi
Film: Kishmish
Singers: Subhadeep Pan & Nikhita Gandhi
Composed & Lyrics: Nilayan Chatterjee
Music Arrangement and Production: Soumyadeep Subhadeep
Mixed And Mastered by: Subhadeep Mitra
Director: Rahool Mukherjee
DOP: Modhura Palit
Produced By: Dev Entertainment Ventures Pvt. Ltd
Label: Saregama Bengali
Tui Bolbo Na Tumi Lyrics In Bengali
আমি নিজের জগতে
মজায় ছিলাম বেশ,
তুমি ঘুম থেকে আমায়
তুলে দিলে,
কত রং চারিদিকে
ভাবতাম জানালায় বসে,
তুমি আমায় দরজা খুলে দিলে।
তোমায় তুই বলব না তুমি
আমি বুঝে পাইনা,
কতো বলবো ভাবি কিছু
শব্দ খুঁজে পাইনা।।
আমার সারাদিনে তুই মিশে
কানে কানে ছড়াচ্ছে নিমেষে,
বাষ্প গুলো দিল প্রেম ঢেকে
জানলা কাঁচে জল ছবি এঁকে,
তুই আনকোরা এক হওয়া
বন্ধ ঘরে পাওয়া,
এত ভেবে টেবে নেই লাভ কোনো
যা হচ্ছে ভালো লাগছে,
হতে দে, হতে দে ..
উঁকি মেরে মগজে
দেখো দুষ্টু খেয়াল যতো,
সবেতে আছো তুমি জুড়ে,
তুমি ছুঁলে আমাকে
আর খেলাম থতমত,
প্রেম পেয়েছে আবার ভরদুপুরে।
তোমায় তুই বলবো না তুমি
আমি বুঝে পাইনা,
কতো বলবো ভাবি কিছু
শব্দ খুঁজে পাইনা।।
তুই বলব না তুমি লিরিক্স - কিশমিশ

Tags:
Bangla Songs Lyrics